কাবুল: আফগানিস্তানে (Afganistan) মহিলাদের ওপর শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাঁদের চিকিৎসা ব্যবস্থায় আসা নিয়ে ও ডাক্তারি পড়া নিয়েও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে সে দেশের সরকার অর্থাৎ তালিবান সরকারের নির্দেশিকায় সমালোচনা করে মুখর হয়েছেন রশিদ খান (Rashid Khan)। সূত্রের খবর, কাবুলে যতগুলো নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানে মহিলাদের আসতে বারণ করে দেওয়া হয়েছে। তাঁদের আর কোনও ক্লাস করতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দেশের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই মুখ খুলেছেন। মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কেও সরকারকে বোঝানোর চেষ্টা করেছেন নিজের দেওয়া বিবৃতির মাধ্যমে।


আইপিএলে গুজরাত টাইটান্সের সদস্য রশিদ তাঁর বিবৃতিতে লিখেছেন, ''নারী ও পুরুষ উভয়পক্ষের জ্ঞান অর্জনের গুরুত্ব রয়েছে ইসলাম ধর্মে। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই। আফগানিস্তানের মায়েদের জন্য ও বোনেদের জন্য ডাক্তারি পড়া ও চিকিৎসা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞার বিষয়টি খুবই দুঃখজনক। সোশ্য়াল মিডিয়ায় এর যে বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তাতে আমি হতাশ।''






 






রশিদ আরও লিখেছেন, ''এই দেশ আমার মাতৃভূমি। আমিও চাই আমার দেশের শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হোক। এখানে শিক্ষনীয় ও পেশাদার মানুষদের প্রয়োজন। কিন্তু চিকিৎসা প্রতিষ্ঠানে মহিলা চিকিৎসক ও নার্সদের ঘাটতি হলে তা দেশের স্বাস্থ্য পরিকাঠামোর জন্য়ই উদ্বেগের। আমি মনে করি,  মহিলারাই মহিলাদের সমস্যা সবচেয়ে ভাল বোঝেন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছি আন্তরিকভাবে। কিন্তু শিক্ষা ভীষণভাবে প্রয়োজন। এটা আমাদের সার্বিক অধিকার প্রত্যেকের।''


চলতি বছরেই অক্টোবরে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিয়ে সারলেন রশিদ। তাঁর বিয়ের না না ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পাশতুম মতে নিজের বিয়ে সারেন রশিদ। ৩ অক্টোবর, বুধবার নিজের বিবাহ জীবনের সফর শুরু করলেন রশিদ। তাঁর বিয়ের শুভ অনুষ্ঠানের সাক্ষী থাকতে আফগান ক্রিকেট দলের একাধিক তারকা উপস্থিত ছিলেন। আফগান ক্রিকেটের মহাতারকার জীবনের এই নতুন অধ্যায় উপস্থিত সকলেই নবদম্পতিকে প্রাণভরে আর্শীবাদ দেন।


রশিদ খানের বিয়ে বলে কথা, নিরাপত্তাও তো আঁটসাট থাকার কথা। ছিলও তাই। ভাইরাল না না ভিডিওতে যে স্থানে বিবাহ অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছিল, সেই হোটেলের বাইরে প্রহরীদের বন্দুক হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। ক্রিকেটার মহম্মদ নবি থেকে আফগানিস্তানের না না স্তরের বিখ্যাত ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রশিদকে শুভেচ্ছাবার্তা জানান। আফগান ক্রিকেট দলেরই আরেক তারকা মহম্মদ নবি যেমন লেখেন, 'একমাত্র কিং খান, রশিদ খানকে তার বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমার জীবন যেন সুখকর, সাফল্যমন্ডিত ও ভালবাসায় পরিপূর্ণ হয়।'