অ্য়াডিলেড: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gsavaskar Trophy) প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের। অধিনায়ক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। এমনকী বল হাতে একাই ভেঙে দিয়েছেন অজি ব্যাটিংয়ের মেরুদণ্ড। প্রথম ইনিংসে পাঁচ উইকেট ও দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বুমরা। কিন্তু অ্য়াডিলেড টেস্টের আগে বুমরাকে পাত্তাই দিতে চাইছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এমনকী প্রথম টেস্টে শতরান করা বিরাট কোহলিকেও ধরতব্যের মধ্যেই ধরছেন না নাথান লিঁয়।
অ্য়াডিলেড টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজি স্পিনার নাথান লিঁয় বলেন, ''আমরা গোটা ভারতীয় দলকে নিয়েই ভাবছি। ওই দলে অনেকজন তরুণ ক্রিকেটার রয়েছে। আবার অনেকেই রয়েছে যাঁরা বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যেই সুপারস্টার। ক্রিকেট একটা দলগত খেলা। এখানে ব্যক্তিগত পারফরম্য়ান্সে গোটা ম্য়াচ জেতা যায় না। অবশ্যই ভারতীয় শিবিরের বুমরার মত বিশ্বসেরা সুপারস্টার রয়েছেন। তবে ওঁকে নিয়ে শুধু ভাবলে হবে না আমাদের। গোটা দলকে নিয়েই ভাবতে হবে। ভারতীয় শিবিরের বাকিরাও সমানভাবে প্রতিভাবান।''
লিঁয় আরও বলেন, ''আমরা ভারতের প্রত্যেক প্লেয়ারকে সম্মান করি। খেলার মাঠের লড়াইটা আলাদা বিষয়। কিন্তু আমরা প্রতিযোগিতা শুধুমাত্র খেলার মাঠেই লড়ি। আমরা আমাদের ক্রিকেটের ব্র্যান্ড ধরে রাখতে চাই। ভারত বিশ্বের সেরা দলগুলোর একটি। ওঁদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।''
অশ্বিন ও জাডেজার প্রথম টেস্টে ভারতীয় একাদশে না দেখে অবাক হয়েছেন তারকা অজি স্পিনারও। অশ্বিন ৫৩৬ উইকেট নিয়েছেন টেস্টে। জাডেজাকেও নেওয়া হয়নি। দুজনকে না নিয়ে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। লিঁয় বলছেন, ''আমিও প্রথম টেস্টে ভারতের একাদশে অশ্বিন, জাডেজাকে না দেখে প্রথমে অবাকই হয়েছিলাম। কিন্তু ভারতীয় স্কোয়াডে আরও অনেক প্লেয়ার রয়েছেন যাঁরা বিশ্বমানের। কাকে বাইরে রাখা হবে, কাকে একাদশে নেওয়া হবে এটা ভীষণ চ্যালেঞ্জিং হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলে সবাই ফর্মে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে মাঠে নামলেই। তার জন্য়ই অশ্বিন, জাডেজার মত ক্রিকেটারদেরও মাঠের বাইরে থাকতে হচ্ছে।''
গোলাপি বলের টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া অ্য়াডিলেডে। যা দিন রাতের টেস্ট হতে চলেছে। তার জন্যই খেলা কিছুটা দেরিতে শুরু হতে চলেছে অ্যাডিলেডে। প্রথম টেস্টটি পারথে হয়েছিল। সেখানে খেলা শুরু হয়েছিল ভারতীয় সময় ৭.৫০ এ। তবে অ্যাডিলেডে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯.৩০ এ। দু দলের অধিনায়ক ভারতীয় সময় সকাল ৯টায় টসের জন্য মাঠে নামবেন।