দুবাই: ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে গৌতম গম্ভীর। দলের হেডকোচ তিনি। কিন্তু দলেরই ২ তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে তাঁর অম্লমধূর সম্পর্ক ও তার সমীকরণ নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। টেস্ট ফর্ম্য়াটে ভারতীয় দলের শোচনীয় পারফরম্য়ান্সের জন্য গোটা দেশজুড়ে সমালোচিত হচ্ছেন গম্ভীর। তাঁর কোচিংয়ের ধরণ, তাঁর প্লেয়ারদের সঙ্গে বোঝাপড়া সবকিছুই দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতেও গম্ভীরকে সেরা কোচ হিসেবে বেছে নিলেন আফগানিস্তানের তারকা উইকেট কিপার ব্যাটার রহমনউল্লাহ গুরবাজ।

Continues below advertisement

২৪ বছরের তরুণ উইকেট কিপার ব্যাটার সংবাদসংস্থা PTI কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, "যদি ভারতে ১.৪ বিলিয়ন মানুষ থাকেন, তাহলে বলা যায় ২-৩ মিলিয়ন মানুষ গৌতম গম্ভীর স্যারের বিপক্ষে। আর বাকিরা কিন্তু তাঁর সঙ্গেই রয়েছেন। তাই অন্য়দের কথা অত শোনার দরকার নেই। আমার কাছে গম্ভীর স্যার অন্য়তম সেরা কোচ আমার কেরিয়ারের। অসাধারণ মানুষ ও মেন্টর। যেভাবে বিষয়গুলো নিয়ে ভাবে, আলোচনা করে, তা অসাধারণ।''

ঘরের মাঠে গম্ভীরের কোচিংয়ে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল ভারতকে। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে কিছুদিন আগেই ২ ম্য়াচের টেস্ট সিরিজেও ০-২ ব্যবধানে হারতে হয়েছিল। গুরবাজ বলছেন, ''ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ওয়ান ডে ফর্ম্য়াটে ও এশিয়া কাপ জিতেছে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। তাই একটা সিরিজ হারের জন্য় এভাবে দোষারোপ করা উচিৎ নয়।'' 

Continues below advertisement

উল্লেখ্য, ২০২৪ সালে কেকেআর আইপিএল জিতেছিল গৌতম গম্ভীরের মেন্টরশিপে। সেই দলের অন্যতম তারকা ছিলেন রহমনউল্লাহ গুরবাজ।

ভারত ও দক্ষিণ আফ্রিকার দল সোমবার রায়পুর পৌঁছেছে। উভয় দলের খেলোয়াড় বিমানবন্দর থেকে সরাসরি হোটেলের উদ্দেশে রওনা হন। এই সময় নিরাপত্তার কড়া ব্যবস্থা ছিল। চারিদিকে নিরাপত্তার ব্যাপক ব্যবস্থা করা হয়েছিলপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১,৫০০-র বেশি পুলিশ কর্মী এবং অফিসার ম্যাচটির নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবেন। টিম ইন্ডিয়া আগামীকাল অর্থাৎ মঙ্গলবার স্টেডিয়ামে অনুশীলন করবে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুল সহ আরও অনেক তারকা খেলোয়াড় কাল প্র্যাক্টিস সেশনে অংশ নেবেন। রায়পুরের ক্রিকেট ভক্তরা দীর্ঘদিন পর তাদের প্রিয় খেলোয়াড়দের দেখতে পাওয়ার জন্য খুবই উৎসাহিত

রাঁচিতে খেলা প্রথম ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা খেলেননিরায়পুরে তিনি ফিরতে পারেন। তেম্বা যদি আসেন, তাহলে রিয়ান রিকলটনকে প্রথম একাদশের বাইরে বসতে হতে পারে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ওয়ান ডে-তে এইডেন মারক্রাম এবং কুইন্টন ডি'কক ওপেনিং করতে পারেন। অন্যদিকে, তিন নম্বরে অধিনায়ক তেম্বা বাভুমাকে দেখা যেতে পারে। প্রথম ওয়ান ডে-তে ট্রিস্টান স্টাবসও খেলেননি, তবে দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলা কঠিন।