রাঁচি: টানটান ম্যাচের শেষ ওভারে রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। বুধবার সিরিজ় জয়ের লক্ষ্য়ে দ্বিতীয় ওয়ান ডেতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতীয় একাদশে কি কোনও বদল ঘটবে? প্রোটিয়াদের একাদশই বা কেমন হতে চলেছে?

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডেতে তাঁদের অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছিল। তাঁর পাশাপাশি দলের ফ্রান্টলাইন স্পিনার কেশব মহারাজকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ান ডেতে এই দুই তারকা ক্রিকেটারেরই প্রোটিয়া একাদশে ফেরার সম্ভাবনা প্রবল। কিন্তু কাদের বদলে তাঁরা সুযোগ পাবেন? মহারাজের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা আন্দাজ করা যায়। প্রেনেলান সুব্রায়েনের বদলে মহারাজকে একাদশে দেখা যেতে পারে। তবে বাভুমার ক্ষেত্রে সিদ্ধান্তটা খানিকটা কঠিন।

গত ম্যাচে কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন, প্রোটিয়াদের হয়ে দুই কিপার-ব্যাটারই খেলেছিলেন। দুইজনেই আবার ওপেনও করেন। তাই এই দুই তারকার একজনের বদলে বাভুমাকে দেখা যেতে পারে। আবার ডিকক বেশ ভাল ফর্মেও রয়েছেন। তাই ডেওয়াল্ড ব্রেভিসের জায়গায়ও মিডল অর্ডারে বাভুমার খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Continues below advertisement

ভারতীয় দলেও বদলের সুযোগ যে নেই তা নয়। রুতুরাজ গায়কোয়াড় মিডল অর্ডারে সুযোগ পেলেও, খুব বড় রান পাননি। অপরদিকে, ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার হয়েও বল হাতে তেমন ওভারই করেননি। তাই সুন্দরের বদলে আরেক বাঁ-হাতি ঋষভ পন্থকে মিডল অর্ডারে সুযোগ দিয়ে দেখা হতেই পারে। তবে ভারতীয় দল সাধারণত একটি সুযোগ দেওয়ার পরেই সুন্দরদের বদল করতে তেমন আগ্রহী নাও হতে পারে, বিশেষ করে যেখানে দল গত ম্যাচে জয় পেয়েছিল। সেই কারণেই রাঁচির মতো একাদশ নিয়েও কিন্তু রায়পুরেও মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।

এই ম্যাচে দুই দলের হয়ে নজর থাকবে দুই ফাস্ট বোলারের দিকে। তাঁরা হলেন হর্ষিত রানা ও নান্দ্রে বার্গার। প্রথম ওয়ান ডেতে অল্প সময় বল স্যুইং হলেও রিকেলটন এবং ডিকক, দুইজনকেই সাজঘরে ফেরত পাঠিয়েছিলেন হর্ষিত। তিনি ম্যাচে মোট তিন উইকেট নেন। প্রোটিয়াদের হয়ে নান্দ্রে বার্গারও নতুন বলে সাফল্য এনে দেন। ভারতীয় টপ অর্ডারের বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে সমস্যার কথা নতুন নয়। তাই তিনি কিন্তু এই ম্যাচে ফোকাসে থাকবেন।