মোহালি: তাঁর খেলা নিয়ে শুরু থেকেই আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই এবার সত্যি হল। ভারতের বিরুদ্ধে (IND vs AFG T20I) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan)। বুধবার, ১০ জানুয়ারি ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনেই রশিদ খানের টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেন এই সিরিজ়ের জন্য আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়ভার পাওয়া ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)।
সদ্যই রশিদ খানের পিঠে অস্ত্রোপ্রচার হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে আফগান স্কোয়াডে তাঁর নাম থাকলেও, তাঁর খেলা নিয়ে যে যথেষ্ট সংশয় রয়েছে, তা দল ঘোষণার সময়ই জানিয়েছিলেন আফগান ক্রিকেট বোর্ড সভাপতি মিরআইজ় আশরফ। এবার তিনি সিরিজ় থেকে ছিটকেই গেলেন। তবে আফগান দলের সঙ্গেই থাকছেন রশিদ।
সাংবাদিক সম্মেলনে ইব্রাহিম জাদরান জানান, 'ও সম্পূর্ণ ফিট নয়। তবে দলের সঙ্গে সফর করছে। আশা করছি দ্রুতই ও সুস্থ হয়ে উঠবে। ও ডাক্তারের সঙ্গে এখানেই নিজের রিহ্যাব চালাচ্ছে। তবে এই সিরিজ়ে ওকে আমরা মিস করব। তবে রশিদ না থাকলেও, আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার রয়েছে যাদের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আশা করি তারা ভাল ক্রিকেট খেলবে। রশিদ ছাড়া আমাদের বেশ অসুবিধাই হবে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারের না থাকাটা বড় ধাক্কা। তবে ক্রিকেটে তো এমনটা হয়েই থাকে। আমাদের সব ধরনের পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে।'
তবে রশিদ না থাকলেও, এই সিরিজ়ে আফগানিস্তানের হয়ে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন আরেক তারকা স্পিনার মুজব উর রহমান। আমিরশাহির বিরুদ্ধে আরেক তারকা আফগান স্পিনার মুজিব উর রহমান দলে ছিলেন না। ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য তিনিও ফিরেছেন। অপরদিকে, কিপার-ব্যাটার ইক্রাম আলিখিল সেই সিরিজ়ে রিজার্ভ খেলোয়াড় হিসাবে থাকলেও, ভারতের বিরুদ্ধে সিরিজ়ের জন্য মূল দলে সুযোগ পেয়েছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল থেকে বাদ পড়লেন ঈশান কিষাণ, শ্রেয়স!