গ্বালিয়র: দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের দুই ম্যাচেই পরাজিত হয়েছে দল। দ্বিতীয় টেস্টে তো আড়াই দিনও টিকতে পারেনি বাংলাদেশ। তাও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় (IND vs BAN T20I) শুরুর আগে ফের হুঁশিয়ারি নাজমুল হোসেন শান্তর (Najmul Hossain Shanto)।
টেস্ট সিরিজ় শুরুর আগে শান্তর গলায় শোনা গিয়েছিল হুঙ্কার। সেই হুঙ্কারে ছিল পাকিস্তানকে হারানোর পর ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপানোর আগাম বার্তা। এবার বিশ ওভারের সিরিজ় শুরুর আগেও অনেকটা একই স্বর ধরা পড়ল বাংলাদেশ অধিনায়কের গলায়। রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, 'সত্যি বলতে আমরা এই সিরিজ় জিততে আগ্রহী। আমরা আগ্রসী ক্রিকেট খেলতে চাই। গত বিশ্বকাপে কিন্তু সেমিফাইনালে পৌঁছনোর সুবর্ণ সুযোগ ছিল আমাদের সামনে, তবে সেটা পারিনি আমরা। এটা কিন্তু ভিন্ন দল। তাই আমি আশা করছি আমরা সকলেই এই সিরিজ়ে ভাল ক্রিকেট খেলতে পারব।'
শান্তর মতে টেস্ট সিরিজ় অতীত। সেই নিয়ে তিনি আর বেশি কিছু ভাবতে চান না। 'আমরা জানি টেস্ট সিরিজ়ে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তাই সেখানে কী করলে কী হত, সেই নিয়ে আমরা আর ভাবছি না। আসন্ন সিরিজ়টা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং টি-টোয়েন্টি খেলাটা যে সম্পূর্ণ আলাদা ধরনের, তা আমরা সকলেই জানি। ওই নির্দিষ্ট দিনে যে দল বেশি ভাল খেলবে, সেই ওই ম্যাচ জিতবে।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড কিন্তু ওপার বাংলার ক্রিকেটপ্রেমীদের খুব একটা আশা জোগাবে না। ১৩ বার ভারত ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে ১২ বারই জয় পেয়েছে ভারত। একটি ম্যাচে জিতেছে বাংলাদেশ। টাইগারদের বিরুদ্ধে শেষ পাঁচ ম্যাচে টিম ইন্ডিয়ার ১০০ শতাংশ রেকর্ড রয়েছে। তাই শান্তদের সামনে যে এই সিরিজ়েও কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।
তবে সিরিজ় শুরুর আগেই ভারতীয় শিবিরে চোটের কালো মেঘ। পিঠের চোটে গোটা সিরিজ় থেকেই ছিটকে গেলেন শিবম দুবে। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন তিলক বর্মা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গ্বালিয়রের নতুন মাঠে বসছে ভারত-বাংলাদেশ ম্যাচের আসর, কেমন থাকবে আবহাওয়া, পিচই বা হবে কেমন?