নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ২০২২ সালের মতো এবারেও সেমিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (IND vs ENG)। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অ্যাডিলেডে বছর দুই আগে ১০ উইকেটে হারের বদলা নেওয়ার সুযোগ। মহামোকাবিলার আগে বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) টিম ইন্ডিয়ার জন্য সহজ পরামর্শ ব্যক্তিগত নয়, দল হিসাবে খেল।

  


১৯৮৩ সালের বিশ্বজয়ী অধিনায়কের মতে বড় খেলোয়াড়রা দলে থাকবেনই, কিন্তু টুর্নামেন্ট জিততে দলগত পারফরম্যান্স দরকার। ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল হলেই ডুবতে হবে। পিটিআইকে একান্ত সাক্ষাৎকারে কপিল বলেন, 'শুধু রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য বা কুলদীপ যাদবকে নিয়ে কেন কথা হবে? দলের সকলেরই নির্দিষ্ট ভূমিকা রয়েছে। একজন এক আধটা ম্যাচ জেতাতে পারে। তবে টুর্নামেন্ট জিততে সকলের একসঙ্গে দলগতভাবে পারফর্ম করাটা আবশ্যক। আমাদের যদি বুমরা বা অর্শদীপের ওপর নির্ভর করতে হয়, তাহলেই বিপদ। আমরা হেরে যাব। দলকে নিয়ে কথা বলা হোক। তাহলেই আসল ছবিটা বোঝা যাবে। প্রধান প্রধান কয়েকজন ক্রিকেটার তো দলে থাকবেই। তবে বিশ্বকাপ জিততে সকলের ভাল খেলা দরকার।'


বড় ম্যাচের জন্য কপিল দেব টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান। পাশাপাশি ৬৫ বছর বয়সি কিংবদন্তি ক্রিকেটার আশাবাদী যে গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের মতো পরিস্থিতি এবার আর হবে না। 'দলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি ভারতীয় দলের ক্রিকেটাররা এখনও পর্যন্ত যেমনভাবে খেলে আসছে, সেই ফর্ম অব্যাহত রাখতে পারবে। গতবার, ৫০ ওভারের বিশ্বকাপে যেমন সকলের খারাপ দিন গিয়েছিল, তেমনটা যেন এবার না হয়। ওরা ভাল খেলছে, খেলা উপভোগ করছে। ওদের সকলকে কুর্নিশ। '


ভারতীয় দল এক দশকেরও অধিক সময় (১১ বছর) কোনওরকম আইসিসি খেতাব জেতেনি। বহুবার নক আউটে উঠেও হয়েছে স্বপ্নভঙ্গ। সেই হতাশা, গ্লানি পিছনে ফেলে ক্যারিবিয়ানে কি রোহিতরা কাপ জিতবেন? সেটাই এবার দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বৃষ্টিতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবে কোন দল? কী বলছে নিয়ম?