দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) জুন মাসের জন্য এইডেন মারক্রামকে (Aiden Markram) জুন মাসের সেরা প্লেয়ার বা প্লেয়ার অফ দ্য মান্থ ঘোষণা করেছে । তিনি তাঁর দলের অধিনায়ক তেম্বা বাভুমা এবং শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে পরাজিত করে এই সম্মান অর্জন করেছেন । 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২০২৫ বৃত্তের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঝলসে উঠেছিল মারক্রামের ব্যাট । তাঁর অলরাউন্ড পারফরম্যান্স তাঁকে প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ১৩৬ রান করার পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন ।

এইডেন মারক্রাম ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি ১৩৬ রানের ইনিংস খেলেন । তিনি উভয় ইনিংসে একটি করে উইকেট নিয়েছিলেন । তাঁর এই স্মরণীয় ইনিংসের দৌলতে, দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে WTC-র খেতাব জিতেছিল । গত ২৭ বছরে দক্ষিণ আফ্রিকার জেতা প্রথম ICC ট্রফি ছিল এটি ।        

 

বোলিংয়ে এইডেন মারক্রামের সেই উইকেটটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যখন তিনি প্রথম ইনিংসে স্টিভ স্মিথকে ৬৬ রানে আউট করে দক্ষিণ আফ্রিকার দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন । এই সম্মান পাওয়ার পর মারক্রাম বলেছেন যে, এই পুরস্কার পাওয়া তাঁর জন্য সম্মানের বিষয় । তিনি নিজের পারফরম্যান্সের কথা উল্লেখ না করে পুরো দলকে WTC ফাইনাল জয়ের কৃতিত্ব দিয়েছেন । 

হেইলি ম্যাথিউজ হলেন ICC মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ

পুরুষদের মধ্যে এইডেন মারক্রাম প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার পেয়েছেন । অন্যদিকে, মহিলা প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজকে দেওয়া হয়েছে । ম্যাথিউজ জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১০৪ রান করার পাশাপাশি ৪ উইকেটও নিয়েছিলেন । ম্যাথিউজ বলেছেন যে, তিনি তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে খুব খুশি এবং ভবিষ্যতে নিজের এবং তাঁর দলের জন্য আরও অনেক কিছু অর্জন করতে চান ।