মুম্বই: চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ পাননি অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে তিনি যে বরাবরই ইতিবাচক মনোভাব নিয়ে চলেন, ফের একবার তার প্রমাণ মিলল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি রাহানের এক পোস্ট দেখেই তাঁর ইতিবাচক ভাবনাচিন্তার পরিচয় পাওয়া যায়।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ইনিংস ও ৩২ রানে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। সেই লজ্জার হারের পরেই অজিঙ্ক রাহানে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে নেটে রাহানেকে ব্যাটিং অনুশীলন সারতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে রাহানে লেখেন, 'নো রেস্ট ডেজ়' অর্থাৎ 'বিশ্রাম নেওয়ার কোনও অবকাশ নেই'। 


 






রাহানে আপাতত জাতীয় দল থেকে বাদ পড়লেও, তিনি যে দলে ফেরার জন্য মরিয়া এবং তার জন্য অনুশীলনে কোনওরকম ঢিলে দিতে যে তিনি রাজি নন, এই ভিডিও এবং ক্যাপশনই তার প্রমাণ দেয়। রাহানে প্রোটিয়া সফরে সুযোগ না পেলেও, এর আগের ওয়েস্ট ইন্ডিজ় সফরেও তিনি ভারতীয় টেস্ট দলের অংশ ছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় একাদশে ছিলেন তিনি। তবে প্রোটিয়া সফরে তারুণ্যকেই প্রাধান্য দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। সত্যি বলতে রাহানে খুব একটা আহামরি ফর্মেও নেই। নির্বাচকরা যেখানে তারুণ্যকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে ৩৫-র রাহানেকে দলে ফিরতে হলে যে বেশ কঠোর পরিশ্রম করতে হবে, তা বলাই বাহুল্য।


প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারতীয় দল ইনিংসে ম্যাচ তো হেরেইছে, উপরন্তু গোদের ওপর বিষফোঁড়ার মতো আইসিসির তরফে শাস্তিও পেতে হল টিম ইন্ডিয়াকে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারেই ভারতীয় শিবিরের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে না। বরং তা আরও বাড়িয়ে দিল আইসিসি-র (ICC ) এক সিদ্ধান্ত। সেঞ্চুরিয়ন টেস্টে স্লো ওভার রেটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে ভারতের ২ পয়েন্ট কেটে নেওয়া হল। পরপর দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারতের কাছে যা বড় ধাক্কা।


২ পয়েন্ট কাটা যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ নীচে নেমে গেল ভারত। পাঁচ নম্বর থেকে ছয় নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের যন্ত্রণা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। কারণ, ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা যাবে মন্থর বোলিংয়ের জন্য।


  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: মাঠে বল হাতে আগুন ঝরানোর পর মাঠের বাইরে নিজের ব্যবহারেও মন জিতলেন স্টার্ক