নয়াদিল্লি: বেশ কয়েকদিন হল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আইপিএল বাদে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তবে তাঁর ভক্তসংখ্যায় এতটুকুও ভাটা পড়েনি। ২০২৩ আইপিএলে ধোনি যে ময়দানেই খেলতে গিয়েছেন সেখানে তাঁকে দেখতে গ্যালারিতে যে ভিড় উপচে পড়েছিল, তা এমএস ধোনির (MS Dhoni) জনপ্রিয়তার পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। এবার এক ভাইরাল ভিডিওতে ধোনিকে তাঁর অনুরাগীকে পাকিস্তানে যেতে বলতে শোনা গেল। কিন্তু হঠাৎ অনুরাগীকে কেন পাকিস্তানে যেতে বললেন মাহি?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, তিনি এখনও বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটার অন্যতম। অবশ্য ধোনির খাওয়া দাওয়ার প্রতি ভালবাসাও কিন্তু সকলেই জানেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক পড়শি দেশ পাকিস্তানের খাবার বেশ পছন্দ করেন। সেই খাবারের স্বাদ চেখে দেখার জন্যই ধোনি তাঁর অনুরাগীকে একবার পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেন। তবে মাহির অনুরাগী তাঁর এই পরামর্শ মানতে নারাজ। তিনি খুব ভদ্রভাবেই ধোনির এই পরামর্শকে নাকচ করে দেন।
বর্তমানে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে বহুকাল ধরেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ রয়েছে। কিন্তু ছবিটা দশকের শুরুর দিকে একটু ভিন্ন ছিল। নিজের কেরিয়ারের একেবারে শরুতে ২০০৪-০৫ সালে ধোনি পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেই সিরিজ়ে ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার জয়েও ধোনি গুরুত্বপূর্ণ নিয়েছিলেন। সেই সফরেই পাকিস্তানের খাবার দাবার চেখে দেখার সুযোগ পান ধোনি। পাকিস্তান সফরের প্রায় দুই দশক হতে চললেও, পাকিস্তানের খাবার যে এখনও ধোনির মুখে লেগে রয়েছে, তা বলাই বাহুল্য।
গত আইপিএলে ধোনি হাঁটুতে চোট নিয়েই খেলেছিলেন। তারপর তাঁর অস্ত্রোপ্রচার হয়েছে। আসন্ন মরশুমের জন্য চেন্নাই সুপার কিংস তাঁকে রিটেন করলেও, তিনি কতটা ফিট, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। তবে সিএসকে অনুরাগীদের আশ্বস্ত করছেন ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলেন, 'ধোনি দ্রুত সুস্থ হয়ে উঠেছে। রিহ্যাবও শুরু করে দিয়েছে ও। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে নেটেও নেমে যাবে। ধোনি ইতিমধ্যেই জিমে গা ঘামানো শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি ওকে ব্যাট হাতেও দেখতে পাওয়া যাবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে অমর-আকবর-অ্যান্টনি ভারতের গিল-কোহলি-রোহিত