নয়াদিল্লি: সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ মাস পরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ম্যাচে ভারতীয় দল পরাজিত হলেও, দুই ইনিংসে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করে সকলকেই প্রভাবিত করেছিলেন রাহানে। সেই ফাইনালের পর ফের একবার ইংল্যান্ডে খেলতে দেখা যাবে রাহানেকে। অবশ্য জাতীয় দলের হয়ে নয়, তিনি খেলবেন কাউন্টি ক্রিকেটে।


তিনি কাউন্টির ডিভশন টু-তে লেস্টারশায়ারের (Leicestershire) হয়ে মাঠে নামবেন। বছরের শুরুতে জানুয়ারি মাসেই রাহানে লেস্টারশায়ারের হয়ে সই করেছিলেন। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্টি দলের হয়ে আটটি প্রথম শ্রেণির ম্যাচ ও ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টের গোটাটায় তাঁর খেলার কথা ছিল। তবে ভারতীয় দলের হয়ে ডাক পাওয়ায় তিনি লেস্টারের হয়ে খেলতে পারেননি। আইপিএলের পর সরাসরি লেস্টারের দলে যোগ দিতে না পারলেও, তাঁকে কাউন্টি দলের হয়ে খেলতে দেখা যাবে।


এই বিষয়ে অবগত এক সূত্র পিটিআইকে জানান, 'ওয়েস্ট ইন্ডিজে দুইটি টেস্ট ম্যাচের পর রাহানে সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন এবং লেস্টারশায়ারের হয়ে মরশুমের বাকিটা খেলবেন। ওঁ অগাস্টে রয়্যাল লন্ডন কাপ (৫০ ওভারের টুর্নামেন্ট) এবং সেপ্টেম্বরে চারটি কাউন্টি ম্যাচ খেলবেন। কারণ সম্ভবত টেস্ট খেললেও, ওঁ ভারতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে পরিকল্পনায় নেই।' রাহানে কিন্তু এর আগেও কাউন্টি ক্রিকেটে খেলেছেন। হ্যাম্পশায়ারের হয়েও ২০১৯ সালে তিনি কাউন্টি ক্রিকেট খেলেছেন। চার বছর পর আবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন রাহানে।


প্রসঙ্গত, ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামবে ভারতীয় দল। খবর অনুযায়ী, এই সিরিজে প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ক রাহানেকে ফের একবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর অনুপস্থিতিতেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়ভার রাহানের কাঁধে চাপানো হতে পারে। রাহানে এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে কেএল রাহুলকে দিন কয়েকের জন্য সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু খারাপ ফর্মের ফলে সেই জায়গা হারান রাহুল। সহ-অধিনায়ক ছাড়াই টেস্টে সাম্প্রতিক সময়ে মাঠে নেমেছে ভারত। বর্তমানে রাহুল চোট সারাতে রিহ্যাব চালাচ্ছেন। তিনি আদৌ ক্যারিবিয়ান সফরে খেলবেন কি না, তাঁর নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ রাহানে রোহিতের বিকল্প হতে পারেন বলে শোনা যাচ্ছে।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?