মুম্বই: বহুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। সেই জল্পনাই এবার সত্যি হল। ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন অজিত আগরকর (Ajit Agarkar)। আজই বিসিসিআইয়ের (BCCI) তরফে আগরকরকে দায়িত্ব দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়। নির্বাচকমণ্ডলীর বাকিদের থেকে অধিক টেস্ট ম্যাচ খেলায় তাঁকে সরাসরি প্রধান নির্বাচক পদে নিয়োগ করা হল। 


গত ফেব্রুয়ারিতে ভারতীয় পুরুষ দলের প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চেতন শর্মা। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকিভাবে রোহিতদের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আগরকর।


অশোক মলহোত্র, সুলক্ষণা নায়েক ও যতীন পরাঞ্জপের ভারতীয় ক্রিকেটের তিন সদস্যের উপদেষ্টা কমিটিই (Cricket Advisory Committee) প্রধান নির্বাচক পদে আবেদনকারীদের ইন্টারভিউ নেন। তাঁরাই আগরকরকে প্রধান নির্বাচক পদে নিয়োগ করলেন। আগরকর ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ান ডে এবং চারটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ওয়ান ডেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১ বলে তাঁর করা অর্ধশতরান এখনও ভারতীয় হিসাবে দ্রুততম। প্রায় এক দশক দ্রুততম ৫০ ওয়ান ডে উইকেট নেওয়ার রেকর্ডও ছিল তাঁর দখলে।


এবার দলের জন্য ক্রিকেটার নির্বাচন করবেন তিনি। আগরকর প্রধান নির্বাচক পদে নিযুক্ত হওয়ায়, তিনি সলিল আঙ্কোলার পাশাপাশি পশ্চিমাঞ্চল থেকে দ্বিতীয় নির্বাচক হিসাবে কমিটিতে যোগ দিলেন। সদ্যই জাতীয় দলের নির্বাচক হলে, তিনি কিন্তু মুম্বই দলের হয়েও নির্বাচক পদের দায়িত্ব পালন করেছেন। এ মরসুমে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের অংশও ছিলেন তিনি। তবে সদ্যই দিল্লি ক্যাপিটালস তাঁকে কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছিল। তারপরেই আগরকরের জাতীয় নির্বাচক হওয়ার জল্পনা আরও বৃদ্ধি পায়। এবার সেই জল্পনাই সত্যি হল।


 






ভারতের পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি:-


অজিত আগরকর (প্রধান নির্বাচক), শিবসুন্দর দাস, সুব্রত মুখোপাধ্যায়, সলিল আঙ্কোলা, শ্রীধরণ শরথ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস