মুম্বই: ১৩ থেকে ২৩ জুলাই পুরুষদের উদীয়মান এশিয়া কাপ (Emerging Teams Asia Cup) টুর্নামেন্ট আয়োজিত হবে। শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট খেলা হবে। আট দল ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। সেই টুর্নামেন্টের জন্যই ভারতীয় 'এ' দলের (India A) ঘোষণা করল ভারতীয় জুনিয়র কমিটি। গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আয়োজিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধুলকে (Yash Dhull) ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হল।
ধুলের সঙ্গেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ্যবর্ধন হাঙ্গারগেকরও এই দলে জায়গা পেয়েছেন। চেন্নাই সুপার কিংসে হাঙ্গারগেকরের সতীর্থ আকাশ সিংহ রয়েছেন দলে। পাশাপাশি নিজেদের প্রতিভায় আইপিএল মাতানো প্রভসিমরণ সিংহ ও ধ্রুব জুরেল (Dhruv Jurel) কিপার হিসাবে এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন। ভারতীয় 'এ' দল এই টুর্নামেন্টের গ্রুপ বি-তে রয়েছে। ভারতের পাশাপাশি একই গ্রুপে নেপাল, পাকিস্তান 'এ' এবং সংযুক্ত আরব আমিরশাহি 'এ' দলও একই গ্রুপে রয়েছে।
অপরদিকে আয়োজক শ্রীলঙ্কার 'এ' দল, বাংলাদেশ 'এ', আফগানিস্তান 'এ' দল এবং ওমান 'এ' দল রয়েছে গ্রুপ এ-তে। দুই গ্রুপের প্রথম দুইয়ে শেষ করা দুই দলই উদীয়মান এশিয়া কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। দুই সেমিফাইনালেই জুলাইয়ের ২১ তারিখে খেলা হবে। ফাইনাল ম্যাচটি আয়োজিত হবে ২৩ জুলাই। শীতাংশু কোটাককে (Sitanshu Kotak) এই টুর্নামেন্টে ভারতীয় দলের কোচিং করাতে দেখা যাবে। সাইরাজ বাহুতুল দলের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। মুনিষ বালি রয়েছেন ভারতীয় 'এ' দলের ব্যাটিং কোচের দায়িত্বে। টুর্নামেন্টে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় স্নেল পটেল, হর্ষ দুবে, নেহাল ওয়াদেরা, মোহিত রেডকর রয়েছেন।
টুর্নামেন্টের সূচি:-
ভারতীয় 'এ' বনাম সংযুক্ত আরব আমিরশাহি 'এ'- ১৩ জুলাই
ভারতীয় 'এ' বনাম পাকিস্তান 'এ'- ১৫ জুলাই
ভারতীয় 'এ' বনাম নেপাল 'এ'- ১৮ জুলাই
প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল, ২১ জুলাই
ফাইনাল, ২৩ জুলাই
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস