দুবাই: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এখনও বিঁধছে ভারতীয় শিবিরে (Team India)। ব্যর্থতার সেই ছবির পুনরাবৃত্তি চান না ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে ঘরের মাঠের টেস্ট সিরিজের দল (Indian Cricket Team) ঘোষণার দিন সেটা স্পষ্ট করে দিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)।
নিউজ়িল্যান্ডের কাছে দেশের মাটিতে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেই ব্যর্থতা শিক্ষা ছিল, জানিয়েছেন আগরকর। সেই ভুলের পুনরাবৃত্তি আর চান না তিনি। গত বছরের নভেম্বরের সেই সিরিজের পর ফের দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে নামছে ভারতীয় দল। আগরকর সাংবাদিক সম্মেলনে বলেছেন, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রত্যেক টেস্ট ম্যাচ গুরুত্বপূর্ণ। নিউজ়িল্যান্ডের সঙ্গে একটা ভয়াবহ সিরিজ হয়েছিল। সেটা অবশ্যই একটা সতর্কবার্তা ছিল। একটা শিক্ষা ছিল। আমরা চাই না তার পুনরাবৃত্তি হোক। আমরা দীর্ঘদিন ধরেই ঘরের মাঠে ভীষণ শক্তিশালী দল। খুব কমই ঘরের মাঠে আমাদের এত খারাপ ফল হয়। আমরা সেই ব্যর্থতা পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে চাই।'
ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা - দুই দেশের বিরুদ্ধে ঘরের মাঠে চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। আগরকর বলেছেন, 'আমরা যে চারটি টেস্ট ম্যাচ খেলব ঘরের মাঠে - ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা চাই যত বেশি সম্ভব পয়েন্ট অর্জন করতে। বিশেষ করে ঘরের মাঠ থেকে। যদিও ম্যাচে অনেক কিছুই হতে পারে। তবে আমরা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যা হয়েছিল তা আর হতে দিতে পারি না।'
শুধু ফল নয়, ধারাবাহিকতায় জোর দেওয়ার কথা বলেছেন আগরকর। ব্য়াটিং অর্ডারের তিন নম্বর জায়গা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। যে জায়গায় রাহুল দ্রাবিড় ও তারপর চেতেশ্বর পূজারা ব্যাট করেছেন দীর্ঘদিন।