মুম্বই: ভারতীয় ক্রিকেট (Team India) পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং আর অশ্বিনের মতো ৩ জন কিংবদন্তি খেলোয়াড় টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন। অন্যদিকে, টি-২০ বিশ্বকাপ জেতার পরে রোহিত ও কোহলির পাশাপাশি রবীন্দ্র জাডেজাও টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় টেস্ট দল নতুন করে শুরু করতে চলেছে। এই পরিবর্তনের সময়ে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচন কমিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রধান নির্বাচক অজিত আগরকরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর, বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে যে, অজিত আগরকর প্রধান নির্বাচক পদে বহাল থাকতে পারেন। তাঁর মেয়াদ বাড়ানো যেতে পারে, তবে বোর্ড এটি নিশ্চিত করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করবে।
অজিত আগরকরকে জুলাই ২০২৩-এ প্রধান নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এরপর তিনি বেশ ভাল কাজ করেছেন। তাঁর প্রধান নির্বাচক থাকাকালীন ভারতীয় দল ২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর খেতাব জিতেছে। একই সময়ে ভারতীয় দল ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপেরও ফাইনাল খেলেছিল। খবর অনুযায়ী, তিনি অনেক বিষয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন এবং এমনও দাবি করা হয়েছে যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট অবসর নেওয়ার পেছনে তাঁর হাত ছিল।
ভারতীয় দলকে ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে হবে। প্রথম টেস্ট হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে। উল্লেখ্য, এই সময়ে প্রধান কোচ গৌতম গম্ভীর ভারতে ফিরে গিয়েছিলেন কারণ তাঁর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল। এখন জানা যাচ্ছে যে তাঁর মায়ের স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি ১৭ জুন পুনরায় টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দিতে চলেছেন।
কেন্ট ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় দল ১৩ জুন থেকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে তার আগেই গৌতম গম্ভীরকে দেশে ফিরতে হয়। আসলে তাঁর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একটা সময় মনে করা হয়েছিল, ভি ভি এস লক্ষ্মণকে ভারতীয় দলের অস্থায়ী কোচ করা হবে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, গম্ভীর ভারতীয় দলে যোগ দিচ্ছেন। তিনি মঙ্গলবার ইংল্যান্ডে পৌঁছে যাবেন বলেই খবর। শুক্রবার থেকে লিডসে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচে গুরু গম্ভীরকে দেখা যাবে বলেই খবর। শোনা যাচ্ছে, গম্ভীরের মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।