কানপুর: ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের (IND vs BAN 2nd Test) প্রথম দিনের প্রথম সেশনে খেলার পাল্লা কিন্তু দুই দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে। আকাশ দীপ (Akash Deep) দুই ওপেনারকে ফেরালেও শান্ত ও মোমিনুলের অপরাজিত ৪৫ রানের পার্টনারশিপে, মধ্যাহ্নভোজে বাংলাদেশের স্কোর ৭৪ রানে দুই। নাজমুল হোসেন শান্ত ২৮ ও মোমিনুক হক ১৭ রানে ব্যাট করছেন। ভারতের হয়ে দুই উইকেটই নেন বাংলার আকাশ দীপ।


ম্যাচের আগের দিন বৃষ্টি হয়েছিল। এদিনও ভেজা মাঠের জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। ঘণ্টাখানেক পরে শুরু হয় খেলা। মেঘাচ্ছন আকাশে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এই প্রথম ভারতের মাটিতে দুই ম্যাচে পর পর অধিনায়কেরা টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।


ম্যাচে ভারতীয় একাদশে বদলের একাধিক জল্পনা শোনা যাচ্ছিল। যশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। আবার প্রথম টেস্টে বড় রান না পাওয়া কেএল রাহুলেরও একাদশে জায়গা পাওয়া নিয়ে ছিল প্রশ্নচিহ্ন। নিজের অভিষেক সিরিজ়েই ইংল্যান্ডের বিরুদ্ধে নজরকাড়া সরফরাজ খানকে রাহুলের বদলে সুযোগ দেওয়া হতে পারে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছিল। কিন্তু সেইসব জল্পনা নস্যাৎ করে, অপরবর্তিত দল রেখেই মাঠে নামে টিম ইন্ডিয়া।   


ইনিংসের শুরুটা বাংলাদেশের হয়ে বেশ ভালভাবেই করেন শাদমান ইসলাম। তবে শাদমান যেখানে সুযোগ পেলেই স্ট্রোক খেলে নজর কাড়েন, সেখানে অপর ওপেনার জাকির হাসান রান করতেই নাজেহাল হন। শেষমেশ তাঁর ইনিংসের সমাপ্তি ঘটান আকাশ দীপ। ২৪ বলে কোনও রান করেই সাজঘরে ফেরেন জাকির। শাদমানের ইনিংসেরও অবসান ঘটনা বাংলার ফাস্ট বোলার। আম্পায়র প্রথমে আউট না দিলেও ডিআরএসের সাহায্যে তাঁকে ২৪ রানে আউট করেন আকাশ দীপ। তবে অল্প রানের ব্যবধানে পরপর দুই উইকেট হারিয়ে ফেললেও। অধিনায়ক শান্ত ও মোমিনুল বাংলা টাইগারদের হয়ে বেশ এক জমাটি পার্টনারশিপে প্রথম সেশন শেষ করেন। মোমিনুল ১৭ ও নাজমুল ২৮ রানে অপরাজিত রয়েছেন।  


 






ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্টে সমস্ত লাইভ আপডেটস জানতে ক্লিক করুন এখানে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কানপুরে দ্বিতীয় টেস্টেই ভারতীয় হিসাবে অনন্য রেকর্ডের হাতছানি যশস্বী, অশ্বিনের সামনে