India vs Bangladesh Live Updates: আকাশ দীপের জোড়া ধাক্কার পর বাংলাদেশের ইনিংস সামলাচ্ছেন নাজমুল, মোমিনুল

India vs Bangladesh 2nd Test Scorecard Live Update: বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

ABP Ananda Last Updated: 27 Sep 2024 12:36 PM
India vs Bangladesh Live: মধ্যাহ্নভোজের বিরতি

মধ্যাহ্নভোডের ঘোষণা। প্রথম দিনের প্রথম সেশনে খেলার পাল্লা কিন্তু দুই দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে। আকাশ দীপ দুই ওপেনারকে ফেরালেও শান্ত ও মোমিনুলের অপরাজিত ৪৫ রানের পার্টনারশিপে বাংলাদেশের স্কোর ৭৪ রানে দুই।

IND vs BAN Live Updates: ইনিংস সামলাচ্ছেন দুই বাঁ-হাতি

অল্প রানের ব্যবধানে দুই ওপেনার সাজঘরে ফিরলেও বাংলাদেশের ইনিংসকে স্থিরতা প্রদান করেছেন মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। বর্তমানে বাংলাদেশের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৬৬ রান। মোমিনুল ১১ ও নাজমুল ২৬ রানে ব্যাট করছেন।

India vs Bangladesh Live: ছন্দে আকাশ

আগেই জাকিরকে শূন্য রানে সাজঘরে ফিরিয়েছিলেন। এবার অপর ওপেনার শাদমানকেও সাজঘরে ফেরালেন আকাশ দীপই। ২৯ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। আম্পায়ার শাদমানকে প্রথমে আউট না দিলেও, ডিআরএস মাধ্যমে সাফল্য পায় ভারত। 

IND vs BAN Live Updates: দেখেশুনে শুরু

দুই বাংলাদেশি ওপেনার জাকির ও শাদমান শুরুটা মন্দ করেননি। জাকিক এখনও খাতা না খুললওষ, শাদমান ১৭ রানে ব্যাট করছেন। বাংলাদেশ ৭ ওভার শেষে বিনা উইকেটে ২১ ।

India vs Bangladesh Live: টস জিতল ভারত

টস জিতলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মেঘলা আকাশের দিকে তাকিয়েই সম্ভবত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত। 

IND vs BAN Live Updates: ১০.৩০টায় ম্যাচ শুরু

টসের সময় প্রায় হয়েই এসেছে, সব ঠিকঠাক থাকলে ১০.৩০টা থেকে খেলা শুরু হওয়ার কথা।

India vs Bangladesh Live: ইতিহাস গড়ার হাতছানি

১০টি টেস্টে যশস্বীর এখনও পর্যন্ত সংগ্রহ মোট ১০৯৪ রান। এই ম্যাচে আর ৬৬ রান করতে পারলেই যশস্বী এক টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেলে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করার কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন।

IND vs BAN Live Updates: পিছিয়ে গেল টস

বৃষ্টিতে পিছিয়ে গেল ম্যাচের টস। নয়টায় টস করার কথা থাকলেও, তা তো হচ্ছেই না। বরং ম্যাচ শুরুর জন্য পিচ উপযুক্ত কি না, তা পরীক্ষা করা হবে ৯.৩০টায়। 

প্রেক্ষাপট

কানপুর: আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত- বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম ম্য়াচে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দু বিভাগেই টাইগারদের টেক্কা দিয়েছে রোহিত শর্মার দল। ২ ম্য়াচের টেস্ট সিরিজের শেষ ম্য়াচে আগামীকাল শুক্রবার থেকে শুরু। এই ম্য়াচ জিতলে সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে বিরাটদের সামনে। এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিরিখে ধরলে ম্য়াচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।


বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টে চেন্নাইয়ের পিচ কিন্তু বিশেষজ্ঞদের বেশ নজর কেড়েছিল। পিচে একটা সময় ব্যাটাররা যেমন সহজে বল ব্যাটে আসায় রান করতে পারছিলেন, তেমনই শুরুর দিকে বোলারদের সাহায্যও ছিল। কানপুরের ২২ গজও কিন্তু অনেকটা একইরকম ছবি দেখা যেতে পারে। অন্তত গ্রিন পার্কের পিচ প্রস্তুতকারক শিব কুমার এমনটাই জানাচ্ছেন।


শিব কুমারের (Shiv Kumar) মতে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচের (IND vs BAN 2nd Test) পিচটা একটা আদর্শ টেস্ট ম্য়াচের পিচ হতে চলেছে। এই পিচে শুরুর দিকে যেমন ফাস্ট বোলাররা মদত পান, তেমন দিন গড়ালে ব্যাটাররাও বেশ সহজেই নিজেদের শট খেলতে পারবেন। আবার ম্যাচের পরের দিকে স্পিনাররাও সুযোগ সুবিধা পাবেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শিব কুমার বলেন, 'এই ম্যাচেও অনেকটা চেন্নাইয়ের ম্যাচের মতোই দৃশ্য দেখা যাবে। পিচের সবার জন্যই কিছু না কিছু মদত থাকবে। প্রথম দুই সেশনে পিচে বাউন্স থাকবে। প্রথম দুইদিন ব্যাটাররা ব্যাটিং করতেও বেশ মজা পাবেন। তারপর ম্যাচের শেষের তিনদিন স্পিনাররা ম্যাচে প্রভাব ফেলতে পারবেন। পিচ থেকে স্পিনারদের জন্য মদত থাকবে।'

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.