লন্ডন: ওভালে টানটান দুই দিনের পর পঞ্চম টেস্ট ম্যাচের (IND vs ENG 5th Test) ভাগ্য় নির্ধারণে তৃতীয় দিনই সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ঠিক যতটা খারাপ কেটেছিল, তৃতীয় দিনের প্রথম সেশনটা ভারতীয় দলের জন্য ততটাই ভাল কাটল। সেশনে ২৬ ওভার খেলা হল। তাতে ভারতীয় দল কেবল নাইট ওয়াচম্যান আকাশ দীপের (Akash Deep) উইকেট হারিয়ে ৪.৩৮ রান প্রতি ওভার গড়ে ১১৪ রান তুলল।
প্রথম সেশন শেষে ক্রিজে আপাতত যশস্বী জয়সওয়াল (Yashasvi jaiswal) ৮৫ ও ভারতীয় অধিনায়ক শুভমন গিল ১১ রানে অপরাজিত রয়েছেন। ভারতীয় দলের বর্তমান স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৮৯ রান। ইংল্যান্ডের থেকে দ্বিতীয় ইনিংসে আপাতত ১৬৬ রানে এগিয়ে রয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন দল।
৭৫ রানে দুই উইকেট থেকে এদিনের খেলা শুরু করে ভারতীয় দল। শুরুতেই আকাশ দীপ ও যশস্বী বেশ কয়েকটি আগ্রাসী শট খেলেন। ২৩তম ওভারেই দুই উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পার করে ভারতীয় দল। দেখতে দেখতেই আকাশ ও যশস্বী অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন। সময় যত গড়ায় ততই আত্মবিশ্বাসী হয়ে উঠেন আকাশ দীপ। যশস্বীও তাঁর জমাট রক্ষণে ভরসা দেখান। পাশাপাশি ভাগ্য়ও ভারতের সঙ্গ দেয়। গতকালের মতোই আজও ক্যাচ মিস করেন ইংল্যান্ড ফিল্ডাররা। ক্রলিই আকাশ দীপের ক্যাচ ফেলেন।
দেখতে দেখতে আকাশ দীপ টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূরণ করে ফেলেন। অ্যাটকিনসনের বিরুদ্ধে দুরন্ত এক শট মেরে অর্ধশতরানের গণ্ডি পার করেন আকাশ দীপ। এই শতকে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও শুভমন গিলের পর মাত্র চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডে চার নম্বরে ব্যাটে নেমে ৫০-র গণ্ডি পার করলেন তিনি। ইমরান খান, শেন ওয়ার্নদের পর ১২তম ক্রিকেটার হিসাবে এক সিরিজ়ে ইংল্যান্ডে অর্ধশতরান ও ম্যাচে দশ উইকেট নিয়ে ফেললেন।
তবে দুর্ভাগ্যবশত লাঞ্চের কয়েক মিনিট বাকি থাকতেই জেমি ওভারটনের বাউন্সারে ৬৬ রানে আউট হন তিনি। শুভমন গিল ব্যাটে নেমে শুরুতেই বেশ কয়েকটি সুন্দর বাউন্ডারি মারেন। ভারতীয় সমর্থকরা চাইবেন দ্বিতীয় সেশনেও যেন গিল এবং যশস্বী দীর্ঘক্ষণ ব্যাট করে ভারতীয় দলকে বড় রান তুলতে সাহায্য করেন।