করাচি: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে ৭৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্য়ান্ড। ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্বে ছিলেন আলিম দার। খেলার মাঝেই এক অদ্ভূত কাণ্ডের সাক্ষী থাকল করাচি ন্যাশনাল স্টেডিয়াম। 


ঠিক কী হয়েছিল?


নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালিন পাকিস্তানের মহম্মদ ওয়াসিম জুনিয়র একটি থ্রো করেছিলেন নন স্ট্রাইকার এন্ডে। সেই সময় সেই থ্রো থেকে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন আলিম দার। কিন্তু এরপর বল এসে তাঁর পায়ে আঘাত করে। সেই সময় আলিম দারের হাতে থাকা সোয়েটারটি তিনি হতাশা, যন্ত্রণায় ছুড়ে ফেলে দেন। 


সেই মুহূর্তে কাছেই ছিলেন পাক পেসার নাসিম শাহ। তিনি দৌড়ে চলে আসেন ও আলিম দারের পায়ে ম্যাসাজ করে দেন। দ্রুত পাক দলের ফিজিও ছুটে আসেন। কিছুক্ষণ বিরতির পর ফের শুরু হয় ম্যাচ। 


ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৬১ রান বোর্ডে তুলেছিল নিউজিল্যান্ড। ১০১ রান করেন ডেভন কনওয়ে। ৮৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। জবাবে রান তাড়া করতে নেমে ১৮২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৭৯ রান করেন পাক অধিনায়ক ডেভন কনওয়ে। 


 






আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা


সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL 2nd ODI) জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। রোহিত ব্যক্তিগতভাবেও ছন্দে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিনি শতরান হাতছাড়া করেছেন বটে, তবে ৬৭ বলে ৮৩ রানের তাঁর ইনিংসে ছিল রোহিতের ফর্মে ফেরার ইঙ্গিত। এই বছরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। হতাশাজনক ২০২২ সালের পর তাই অধিনায়ক রোহিতের দিকে বিশেষ নজর থাকবেই। ইডেনে রোহিত আবার ব্যাট হাতে ঝড় তুলতে পারেন কি না, সেইদিকে নজর থাকবেই। নজর থাকবে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দিকেও।


প্রথম ওয়ান ডেতে ভারত জয়ী হলেও, ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। টি-টোয়েন্টি সিরিজেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শানাকাই ভারত ও জয়ের মধ্যে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন।