কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আজ শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে একাদশে বদলের তেমন সম্ভাবনা না থাকলেও ব্যাটিংয়ের গভীরতার জন্য টিম ম্যানেজমেন্ট একটা বদলের পথে হাঁটতেই পারে। সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহালের বদলে দলে ঢুকে যেতে পারেন ওয়াশিংটন সুন্দর।
এমনিতে ভারতীয় দলে ব্যাটিংয়ে গভীরতা রয়েছে। কিন্তু রোহিত শর্মা চাইবেন বোলিংয়ে ভারসাম্য বজায় রেখে ব্যাটিং আরও শক্তিশালী করতে। সেক্ষেত্রে একমাত্র বিকল্প চাহালের বদলে সুন্দরকে খেলানো। চাহাল আগের ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেননি শিশিরের জন্য। ইডেনেও শিশির একটা বড় ফ্যাক্টর হতেই পারে। এছাড়াও অবশ্য আর কোনও বদল হয়ত দলে হবে না।
প্রথম ওয়ান ডেতে ভারত জয়ী হলেও, ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শানাকা। টি-টোয়েন্টি সিরিজেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। শানাকাই ভারত ও জয়ের মধ্যে সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। শানাকাকে দ্রুত সাজঘরে ফেরাতে ভারতের ভরসা উমরান মালিক। তিনি প্রথম ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। ইডেনের পিচ উমরানের গতিসহায়কই। মোটের ওপর ক্রিকেটপ্রেমীরা ফের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।
মাদুশনাকার চোট
এদিকে কাঁধের চোটে দ্বিতীয় ওয়ান ডে থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেস বোলার দিলশান মাদুশনাকা। গুয়াহাটিতেই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল মাদুশনাকার। কিন্তু চোটের জন্য আজকের ম্যাচে দেখতে পাওয়া যাবে না তাঁকে।
সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬৭ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় ওয়ান ডে (IND vs SL 2nd ODI) জিতলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া। রোহিত ব্যক্তিগতভাবেও ছন্দে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিনি শতরান হাতছাড়া করেছেন বটে, তবে ৬৭ বলে ৮৩ রানের তাঁর ইনিংসে ছিল রোহিতের ফর্মে ফেরার ইঙ্গিত। এই বছরেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। হতাশাজনক ২০২২ সালের পর তাই অধিনায়ক রোহিতের দিকে বিশেষ নজর থাকবেই। ইডেনে রোহিত আবার ব্যাট হাতে ঝড় তুলতে পারেন কি না, সেইদিকে নজর থাকবেই। নজর থাকবে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার দিকেও।