নিউ ইয়র্ক: দুরন্তভাবে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) অভিযান শুরু করল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে কার্যত উড়িয়ে দিয়ে ২২ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল প্রোটিয়া শিবির (SL vs SA)। দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন দলের ফাস্ট বোলাররাই। অনরিক নখিয়া (Anrich Nortje) চার, কাগিসো রাবাদা দুই উইকেট নেন। ৭৭ রানেই অল আউট হয়ে যায় লঙ্কান শিবির। জবাবে খানিকটা কষ্ট করতে হলেও, জিতে নেয় প্রোটিয়া শিবির।


ভারত বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দেখেই বোঝা গিয়েছিল যে নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের খুব একটা সহায়ক নয়। এদিন সেই ছবিটাই ফের একবার ফুটে ওঠে। তবে সেটা ৭৭ রানে অল আউট হয়ে যাওয়ার পিচ, সেটা হয়তো অনেক বিশেষজ্ঞই মানবেন না। 


ম্যাচে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর সিদ্ধান্তটাকে সঠিক বলে প্রমাণই করতে পারলেন না লঙ্কান ব্যাটাররা। ম্য়াচের শুরু থেকেই লঙ্কান ব্যাটাররা রান করতে হিমশিম খাচ্ছিল। আট বলে তিন রান করে সাজঘরে ফেরেন পাথুম নিসঙ্কা। ওটনেইল বার্টমান নিজের প্রথম বলেই উইকেট পান। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট পড়লেও শ্রীলঙ্কা ২৪ রানের বেশি তুলতে পারেনি। দুই মেন্ডিস, কামিন্দু ও কুশল অত্যন্ত মন্থর গতিতে দ্বীপরাষ্ট্রের ইনিংস এগিয়ে নিয়ে যান। 


৫০ রানের গণ্ডি পার করার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে হাসারাঙ্গার দল। অধিনায়ক তো নিজে খাতাই খুলতে পারেননি। আসালঙ্কারা হতাশই করেন। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ় তাও লঙ্কার হয়ে হাল ধরার চেষ্টা করেন। তবে নখিয়ার গতিতে ১৬ রানে ফিরতে হয় তাঁকে। প্রোটিয়া ফাস্ট বোলার মাত্র সাত রানে চার উইকেট নেন। ৭৭ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস।


জবাবে ইনিংসের দ্বিতীয় ওভারেই রিজ়া হেন্ডরিক্সের উইকেট হারায়। তবে রানের সংখ্যা এতই কম ছিল যে প্রোটিয়া ব্য়াটারদের খুব বেশি চাপ নিতেই হয়নি। দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক সর্বাধিক ২০ রানের ইনিংস খেলেন। বাকিরাও অল্প করে যোগদান দেন। সহজেই দুই পয়েন্ট নিয়ে মেগা টুর্নামেন্টের শুভারম্ভ করল দক্ষিণ আফ্রিকা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ব্যাটে বলে প্রাক্তন কেকেআর তারকার দাপট, সুপার ওভারে ওমানকে হারাল নামিবিয়া