নয়াদিল্লি: আর দিনদু'য়েক পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। এই বিশ্বকাপ জিতে ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া (Team India)। ঘটনাক্রমে, এই টুর্নামেন্ট শেষেই কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে।  তারপরে কার দখলে টিম ইন্ডিয়ার রিমোট কন্ট্রোল উঠে, তা জানতে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা। 


যা খবর তাতে রাহুল দ্রাবিড় ভারতীয় কোচ হিসাবে নিজের মেয়াদ বাড়াতে আগ্রহী নন। তার পরিবর্তে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হতে পারেন বলে জোর জল্পনা। গম্ভীর নিজেও কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। অন্তত তাঁর সাম্প্রতিক মন্তব্যে তো এমনটাই মনে হয়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) টিম ইন্ডিয়ার কোচ হিসাবে গম্ভীরের নিয়োগের পক্ষেই ব্যাট ধরলেন। সম্প্রতি প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতিকে বলেন, 'ও যদি এই বিষয়ে আগ্রহী হয়, তাহলে নিঃসন্দেহে ও খুব ভাল এক বিকল্প।'


 






 


সৌরভের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ দিনকয়েক আগেই সৌরভ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যা দেখে অনেকেই মনে করেন তিনি হয়তো গম্ভীরের কোচ হিসাবে নিয়োগের বিপক্ষে। কিন্তু তেমনটা যে নয়, তা সৌরভের মন্তব্যেই প্রমাণ হয়ে গেল। প্রসঙ্গত, গৌতম গম্ভীরও যে ভারতীয় কোচের দায়িত্ব পালনে বেশ আগ্রহী, তা তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। রবিবার দুবাইয়ের এক অনুষ্ঠানে ভারতের জার্সিতে জোড়া বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেছেন, 'ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল তো লাগবেই।' এরপরই তিনি যাবতীয় জল্পনা উস্কে যোগ করেন, 'জাতীয় দলের কোচ হওয়ার চেয়ে বড় গর্বের কিছু হয় না। কোচ হলে ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করা যায়।'


শেষমেশ গম্ভীরের হাতেই ভারতীয় দলের ব্যাটন ওঠে কি না, এখন সেটাই দেখার বিষয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে...' পরিস্থিতি যাই হোক, লড়াই থামাতে নারাজ হার্দিক