নয়াদিল্লি: ভারতীয় দলের জার্সিতে শেষ খেলেছেন ২০২০ সালে। তবে এতদিন সরকারিভাবে নিজের অবসর ঘোষণা করেননি কেদার যাদব। আজ অবশ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন কেদার যাদব (Kedar Jadhav)। 


কেদার যাদব নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করে লেখেন, 'আমার কেরিয়ার জুড়ে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আজ তিনটে থেকে সব ধরনের ক্রিকেট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসাবে গণ্য করা হোক।' এর পাশাপাশি তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে নিজের কেরিয়ারের কিছু সেরা মুহূর্তগুলি সকলের সঙ্গে ভাগ করে নেন কেদার যাদব। কেদারের এই পোস্টের লেখার সঙ্গে কিন্তু অনেকে তাঁর প্রাক্তন সিএসকে তথা টিম ইন্ডিয়া সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনির মিল খুঁজে পেয়েছেন বটে।  


 






২০১৪ সালে নিজের অভিষেক ম্যাচের পর জাতীয় দলের ক্রিকেটার হিসাবে মোট ৭৩টি ওয়ান ডে এবং নয়টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও, সেই বছরের নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার সৌভাগ্য হয় কেদারের। ওয়ান ডেতে ৪২.০৯ গড়ে ৫২ ইনিংসে মোট ১৩৮৯ রান করেছেন কেদার। স্ট্রাইক রেট চোখধাঁধানো ১০১.৬০। দুইটি শতরানের পাশাপাশি ছয়টি হাফসেঞ্চুরিও করেছেন কেদার।


তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড অবশ্য আহামরি কিছু নয়। আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে ২০.৩৩ গড়ে মোট ১২২ রান রয়েছে কেদার যাজবের দখলে। তবে আইপিএলে তাঁর দখলে ৯৫টি ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে। ২২.৩৭ গড়ে সেখানে কেদারের ব্যাট থেকে ১২০৮ রান এসেছে। রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি হাঁকানো তারকাদের মধ্যে অন্যতম কেদার। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রেকর্ডও বেশ ভাল। ৪৮.০৩ গড়ে ৬১০০ রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৫৫২০ রান। ৩৬টি উইকেটও নিয়েছেন কেদার। তবে এবার আর নয়। এবার পেশাদার ক্রিকেটার হিসাবে নিজের কেরিয়ার শেষ করলেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কোহলির আঁটসাঁট নিরাপত্তা, ঘোড়সওয়ার পুলিশ থেকে বডিগার্ড, অভাব নেই কিছুর