অ্যাডিলেড: ইংল্যান্ডের বিরুদ্ধে অ্য়াশেজের তৃতীয় টেস্টে জিতে সিরিজ ঝুলিতে পুরে নিয়েছে অস্ট্রেলিয়া। চোট সারিয়ে প্যাট কামিন্স ফিরেছিলেন অ্য়াডিলেডে। অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু সিরিজের বাকি দুটো টেস্টে ফের অনিশ্চিত এবার অজি অধিনায়ক। তার মধ্য়ে বক্সি ডে টেস্টও রয়েছে। যা শুরু হতে চলেছে আগামী ২৬ ডিসেম্বর থেকে।

Continues below advertisement

প্রায় সাড়ে পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন প্যাট কামিন্স। অ্য়াশেজের প্রথম দুটো টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। দলও জিতেছিল। অ্য়াডিলেডে কামিন্স ফিরেছিলেন। ম্য়াচে মোট ৬ উইকেটও ঝুলিতে পুরেছিলেন। পারথ, ব্রিসবেনের পর অ্যাডিলেড। পরপর তিনটি টেস্টে জিতে সিরিজে ৩-০ এগিয়ে এই মুহূর্তে অজিরা। কামিন্স সিরিজ দখলে রাখার পর বলছেন, ''এখন আমরা সিরিজ নিশ্চিত করে ফেলেছি, তাই দারুণ একটা অনুভূতি হচ্ছে। আমার এখনও চোটের ঝুঁকিতে রয়েছি। আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারব আমরা। আমার সন্দেহ আছে যে আমি মেলবোর্নে খেলব, তারপর আমরা সিডনি নিয়ে কথা বলব। আবার বিশ্রামও নিতে পারি।''

Continues below advertisement

উল্লেখ্য, অ্য়াডিলেডে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৭১ রান বোর্ডে তুলেছিল। অ্য়ালেক্স ক্যারির দুরন্ত শতরানখাওয়াজা, স্টার্ক অর্ধশতরান অস্ট্রেলিয়াকে বড় স্কোর বোর্ডে তুলতে সাহায্য করে। জবাবে রান তাড়া করতে নেমে ২৮৬ রানে অল আউট হয়ে যায় ইংল্য়ান্ড। বেন স্টোকস ৮৩ রানের ইনিংস খেলেন। হ্যারি ব্রুক ৪৫ রানের ইনিংস খেলেন। বেন ডাকেট ২৯ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে জোফ্রা আর্চার অর্ধশতরানের ইনিংস খেলেন। জেমি স্মিথ ২২ রান করেন।

 

 

এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়াট্রাভিস হেড ১৭০ রানের ইনিংস খেলেন ওপেনিংয়ে নেমে। ওসমান খাওয়াজা ৪০ রানের ইনিংস খেলেন। অ্য়ালেক্স ক্যারি ৭২ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে নেমে। দুটো ইনিংসেই দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্য়াচের সেরার পুরস্কার জিতেছেন ক্যারি। জয়ের পর কামিন্স বলছেন, ''এটা দারুণ একটা মুহূর্ত। এই সিরিজ জয়ের জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম। তবে এই জয় এত সহজ ছিল না।''