পারথ: জস হ্যাজেলউের অনুপস্থিতিতে মিচেল স্টার্কের পাশাপাশি তাঁর কাঁধেই দায়িত্ব দেওয়া হয়েছিল অজি পেস অ্য়াটাকের। সেই স্কট বোল্যান্ডই পারথ টেস্টে রেকর্ড গড়ে ফেললেন। অভিজ্ঞ এই পেসার দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়ার নজির গড়লেন অস্ট্রেলিয়ার মাটিতে। সবচেয়ে কম বল করে ৫০ শিকার নেওয়ার কৃতিত্বের অধিকারী হলেন ডানহাতি এই পেসার।
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম ৫০ উইকেট নিতে মোট ১৬৩৯ বল করেছেন বোল্যান্ড। এখনও পর্যন্ত অজি পেসার ১৫ টেস্টে ঝুলিতে পুরেছেন মোট ৬৬ উইকেট। ৭ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন, যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্য়ান্স।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ১০ টেস্টে ৫৩ উইকেট ঝুলিতে পুরেছিলেন। কেরিয়ারের দুবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ও একবার ম্য়াচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্বও গড়েছেন যা অস্ট্রেলিয়ার মাটিতে।
নজির গড়লেন ট্রাভিস হেড
পারথে ২০৫ রান তাড়া করতে নেমে অজি তারকা মাত্র ৬৯ বলে ঝোড়ো শতরান হাঁকান। যার সঙ্গে সঙ্গে ১৪৮ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন বাঁহাতি অজি ব্যাটার। অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর ৬৯ বলে শতরান হাঁকান। ১৪৪.৯৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন হেড। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান হেড। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও ম্য়াচের চতুর্থ ইনিংসে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ট্রাভিস হেড। একই সঙ্গে ট্রাভিস হেডের এই ইনিংসটি অ্য়াশেজ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান হাঁকালেন অজি ব্যাটার।
ব্যাট হাতে এদিনের শুরুটা করেছিল অস্ট্রেলিয়া। তবে খুব বিরাট কিছু না হলে অজ়ি দলের দশম উইকেটের পার্টনারশিপ যে খুব দীর্ঘায়িত হবে না, তা বোঝাই যাচ্ছিল। ন্যাথান লায়ন এবং ব্র্যান্ডন ডগেট ছয় ওভারের খানিকটা বেশি ব্যাট করলেও, গতকাল রাতের রানের সঙ্গে মাত্র নয় রানই যোগ করতে পারেন তাঁরা। ১৩২ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড পায় ইংল্যান্ড। এই পিচে এই রানের লিড একেবারেই মন্দ নয় বলে বিশেষজ্ঞরা দাবি করছিলেন।
পারথে অজ়িদের জয়ের প্রধান দুই কারিগর মিচেল স্টার্ক ও ট্র্যাভিস হেড। জয়ের জন্য চ্যালেঞ্জিং পিচে চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার ২০৫ রানের প্রয়োজন ছিল। অনেকেই মনে করেছিল লড়াইটা টানটান হবে। তবে সব হিসেবনিকেশ উল্টে পাল্টে দেন হেড। তাঁর শতরানে ভর করে মাত্র ২৮.২ ওভারে দুই উইকেট হারিয়ে কাঙ্খিত ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া দল।