কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক তিনি। তাঁর অধিনায়ক হিসাবে টেস্ট রেকর্ড ঝাঁ চকচকে বলে একেবারেই বাড়িয়ে বলা হবে না। ইডেন গার্ডেন্স ফের একবার তেম্বা বাভুমা (Temba Bavuma) প্রমাণ করেন তিনি একজন লড়াকু ব্যাটার এবং অবশ্যই এক দুরন্ত নেতা। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে (India vs South Africa) চ্যালেঞ্জিং পিচে তাঁর হাঁকানো অর্ধশতরানে ভর করেই প্রোটিয়া বাহিনী জয়ের ইমারত গড়ে। তবে ইডেনে তেম্বার ইনিংসের পাশাপাশি তাঁকে বুমরার করা এক মন্তব্যও শিরোনাম কেড়ে নেয়।

Continues below advertisement

প্রথম ইনিংসে ইডেনে এক ডিআরএস কল নেওয়ার সময় যশপ্রীত বুমরা ও ঋষভ পন্থের মধ্যে কথোপকথনের সময় বুমরা বাভুমাকে 'বওনা' অর্থাৎ 'বামন' বলে সম্বোধন করেন। ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতির বলটি বাভুমার পিছনের পায়ের প্যাডে লাগতেই এলবিডব্লিউয়ের জোরাল আবেদন করেন বুমরা, পন্থ সহ ভারতের ক্রিকেটারেরা। তারপরেই সেই নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতের তারকা বোলার বুমরা। বাভুমা অবশ্য চুপচাপই ছিলেন। তবে অবশেষে তিনি সম্ভবত মুখ খুললেন।

প্রোটিয়া অধিনায়ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রোটিয়া অধিনায়ক একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। সেই পোস্টে লেখা, 'সাফল্যের পরিবর্তে হিংসাই জোটে। সত্য বললে অপছন্দের পাত্র হয়ে উঠতে হয়। নিজেকে উন্নত করার পথে একা হাঁটতে হয়। এগিয়ে যাওয়ার পরিণামে কষ্ট পেতে হয়।' গত ম্য়াচে বুমরার সঙ্গে ওই বিতর্কিত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বাভুমার এই পোস্টটি বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তবে ইডেনে হাইভোল্টেজ  ম্যাচশেষে  কিন্তু বুমার-বাভুমাকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলতে বলতে মাঠ ছাড়তে দেখা দিয়েছিল।

Continues below advertisement

 

 

অবশ্য বাভুমা লিখলেও দক্ষিণ আফ্রিকার তরফে এই বিষয়ে বুমরার বিরুদ্ধে কোনও অভিযোগ বা কিছু করা হয়নি। দক্ষিণ আফ্রিকা ম্যানেজমেন্ট এর থেকে নিজেদের দূরেই সরিয়ে রেখেছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স (Ashwell Prince) এই বিতর্ক থেকে নিজেদের দূরেই সরিয়ে নিয়ে সাংবাদিক সম্মেলনে বলেন, 'এই নিয়ে আর কোনও চর্চা হবে না। এই প্রথমবারই আমি এই বিষয়টি জানতে পারলাম। আমার মনে হয় না মাঠের মাঝে যা হয়েছে, তা নিয়ে আর কোনওরকম কোনও সমস্যা হবে।' কিন্তু বাভুমার পোস্ট আবারও একবার সেই বিতর্ককে উস্কে দিল।