অ্যাডিলেড: আজ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া (AUS vs NZ 1st ODI)। সেই ম্যাচেই অজি অলরাউন্ডার অ্যাস্টন আগরের (Ashton Agar) ফিল্ডিং হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়। অনবদ্যভাবে ঝাঁপিয়ে পড়ে ডাভিড মালানের (Dawid Malan) ব্যাট থেকে বেরিয়ে আসা এক নিশ্চিত ছয় থামিয়ে দেন আগর।


অনবদ্য আগর


ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসের ৪৫তম ওভারে ঘটে। বল করছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং ব্যাট হাতে তাঁর বিপক্ষে ছিলেন মালান। ততক্ষণে মালানের শতরান পূর্ণ করা হয়ে গিয়েছে। তিনি ১৩১ রানে ব্যাট করছেন। এমন পরিস্থিতিতে ওভারের শেষ মাঝ পিচের বলকে দুরন্তভাবে মিড উইকেটের দিকে পুল মেরে পাঠান মালান। তাঁর ব্যাটে বলে সংযোগ একেবারে সঠিক ছিল এবং বল সীমানা ছাড়িয়ে স্ট্যান্ডে আছড়ে পড়ার জন্য প্রস্তুতই ছিল। কিন্তু বাঁধা হয় দাঁড়ান আগর। মিড উইকেট নিজেকে প্রথমে সেট লাফিয়ে এক হাতে মালানের ক্যাচটি ধরেন আগর। তবে তিনি বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন দেখে সঙ্গে সঙ্গেই উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে হাওয়ায় ভাসমান অবস্থাতেই আগর বল আবার মাঠের ভিতরে ছুড়ে দেন।


 






গোটা ঘটনায় আগরের সতীর্থ এবং মাঠে উপস্থিত সকলেই তাঁকে বাহবা দেন। ছয়ের বদলে মাত্র এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মালানকে। এমন ঘটনা আজকালকার দিনে খুব একটা নতুন কিছু নয়। ফিল্ডাররা রীতিমতোভাবে এমনভাবে বাউন্ডারিতে বল ধরে হাওয়ায় ভাসমান অবস্থাতেই তা ভিতরে ছুড়ে ফেলার জন্য অনুশীলনও করেন। তবে তা সত্ত্বেও প্রতিবারই এমন অসামান্য ফিল্ডিং দেখে সকলেরই তাক লেগে যায় এবং সেটাই স্বাভাবিকও বটে। প্রসঙ্গত এই ঘটনার পরপর মালান আউটও হয়ে যান।


 



 






মালানের লড়াই


এদিন প্রথমে ব্যাট করতে নেমে একসময় ইংল্যান্ড ১১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট বিপদে পড়ে গিয়েছিল। কিন্তু সেই অবস্থা সামাল দিয়ে মালান ১৩৪ রানের এক স্মরণীয় ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ডেভিড ও ক্রিস জর্ডানও মালানকে সাহায্য করন। উইলি শেষমেশ ৩৪ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২৮৭ রান করে।


আরও পড়ুন: প্রতিভার প্রতি সুবিচার করতে ব্যর্থ ভারত, ভনের সমালোচনার কড়া জবাব দিলেন হার্দিক