ওয়েলিংটন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) হতাশা ভুলে নতুন করে শুরু করতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ওয়েলিংটনে আগামী ১৮ তারিখ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই সিনিয়র ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে। নতুন সিরিজে নতুন করে শুরু করার আগেও বিশ্বকাপের ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। তবে সমালোচনার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।


ভনের সমালোচনা


সেমিফাইনালে ভারতের হারের পরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতকে বিশ্বের সর্বকালের সবথেকে 'আন্ডারপারফর্মিং দল' অর্থাৎ যোগ্যতার প্রতি সুবিচার করতে না পারা দলের তকমা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন ২০১১ সালের বিশ্বকাপের পর থেকে ভারতীয় দল আর কিছুই তেমন করতে পারেনি এবং সীমিত ওভারের ক্রিকেটের ইতিহাসে ভারতই সর্বকালের সবথেকে 'আন্ডারপারফর্ম' করা দল। তবে ভনের এই সমালোচনার কড়া জবাব দিলেন হার্দিক। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের অন্যদের কাছে নিজেদের প্রমাণ করার কোনও দায় নেই।


 






হার্দিকের জবাব


হার্দিক বলেন, 'আমার মনে হয় না আমাদের কাউকে কিছু প্রমাণ করার কোনও প্রয়োজন আছে। হ্যাঁ, ভাল পারফর্ম করতে না পারলে লোকেরা সমালোচনা করবেই এবং সেই মতামতগুলি আমরা মাথা পেতে নিচ্ছি। বুঝতে পারছি অনেকেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে এই বিষয়ে। তবে আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলে আমাদের কাউকে কিছু প্রমাণ করার নেই। দিনের শেষে এটা একটা খেলে। প্রতিদিন আমরা নিজের উন্নতি করতে বদ্ধপরিকর এবং এই পরিশ্রমের ফল যখন পাওয়ার হবে, তখন ঠিকই পাব। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি করার প্রয়োজন এবং ভবিষ্যতে আমরা সেইসব জায়াগায় উন্নতি করবও।'


উমরানের প্রশংসা


নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন উমরান। কিউয়ি অধিনায়ক বলছেন, ''উমরান মালিক একজন অসম্ভব প্রতিভাবান ক্রিকেটার। গত বছর আইপিএলের সময় ওকে খুব কাছে থেকে দেখেছি। দুরন্ত পেস রয়েছে ওর দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন পেস যদি কারও থাকে, তা সত্যিই প্রশংসনীয়। তার মধ্যে যদি ১৫০ কিমি প্রতি ঘণ্টায় বল করার ক্ষমতা থাকে, তবে তা আলাদা মাত্রা যোগ করে।''


উল্লেখ্য, ২০২১ সালে আইপিএলে অভিষেক হয় উমরানের। সেই মরসুমের দ্বিতীয় ভাগে টি নটরাজন চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সুযোগ চলে আসে এই তরুণ পেসারের সামনে। আর সুযোগেই বাজিমাত করেন তিনি। জাতীয় দলেও ডাক পড়ে তাঁর। গত বছর আইপিএলে ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেছিলেন উমরান।


আরও পড়ুন: শুক্রবার ফের মাঠে নামছেন হার্দিকরা, দেখে নিন ভারত-নিউজিল্য়ান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি