বেঙ্গালুরু: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন কেএল রাহুল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। তবে খুব শীঘ্রই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন। 


উরুতে চোট পাওয়ার পর ইংল্যান্ডে ৯ মে রাহুলের অস্ত্রোপ্রচার করা হয়। তারপর থেকেই মাঠে ফেরার লক্ষ্যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চালাচ্ছেন রাহুল। নিজের রিহ্যাব প্রক্রিয়া চলাকালীন একাধিক ছবি শেয়ার করেছেন ভারতের তারকা ক্রিকেটার। এবার ফের এক নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মাঠে ফেরার পূর্বাভাস দিলেন রাহুল। তিনি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে রাহুল লেখেন, 'আবার আগের জায়গায় ফিরে আসছি।'


 






 


নিজের ছবিত রাহুলকে কসরত করার পর বিশ্রামরত অবস্থায় দেখাচ্ছে। বোঝাই যাচ্ছে তিনি কড়া অনুশীলন শেষে এই ছবি তুলেছেন। প্রসঙ্গত, রাহুল কবে মাঠে ফেরিতে চলেছেন, সেই নিয়ে জল্পনা, কল্পনা অব্যাহত। তিনি আজ থেকে শুরু হতে চলা ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ফর্ম্যাটের সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি রাহুল। শোনা যাচ্ছিল তিনি এশিয়া কাপে জাতীয় দলে ফিরতে পারেন, তবে পরবর্তীতে বলা হয়, তাঁর জাতীয় দলে ফিরতে আরেকটু সময় লাগবে। তাই ঠিক কবে তিনি ফিরতে পারবেন সেই নিয়ে জল্পনা অব্যাহতই রয়েছে।


প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় দলের তারকারা খোশমেজাজে ফটোশ্যুট করেন।  রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) থেকে মুকেশ কুমার, যশস্বী জয়সওয়াল, ফটোশ্যুটে সকলেই হাজির ছিলেন। 


নতুন সিরিজ শুরুর আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পনসর বদলে গিয়েছে। নতুন স্পনসেরর নাম লেখার জার্সি প্রকাশ্যে এল। ভারতীয় দলের জার্সিতে বদল বলতে তাছাড়া তেমন কিছুই নেই। জার্সির কাঁধের দিল হালকা নীল রঙের স্ট্রাইপ রয়েছে। বুকের কাছে লোগোর নীচে রয়েছে ক্রিকেটারদের জার্সি নম্বর। বিসিসিআই ক্রিকেটারদের ফটোশ্যুটের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'লাইট, ক্যামেরা, অ্যাকশন। ভারতীয় দল লাল বলের ক্রিকেটে হাড্ডহাড্ডি লড়াইয়ে মাঠে নামার আগে হেডশটের সেশনের ঝলক।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?