লাহোর: শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছিল বাংলাদেশকে (Bangladesh Cricket Team)। তবে আফগানিস্তানকে (BAN vs AFG) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৮৯ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছনোর দৌড়ে টিকে থাকলেন শাকিব আল হাসানরা। ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত এবং বল হাতে তাসকিন আমেদ ও শরিফুল ইসলামের পারফরম্যান্সে ভর করে জয় পেল বাংলা টাইগাররা।


বাংলাদেশের দেওয়া ৩৩৫ রান তাড়া করতে নেমে আফগানিস্তান কোনও সময়ই তেমন লড়াইয়ে ছিল বলে মনে হয়নি। ম্যাচের দ্বিতীয় ওভারেই শরিফুল ইসলাম মাত্র এক রানে রহমানুল্লা গুরবাজকে সাজঘরে ফেরান। আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও তিনে নামা রহমত শাহ দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ করলেও, তা বেশ মন্থর গতিতেই আসে। তাসকিন এই পার্টনারশিপ ভাঙেন। ৩৩ রানে রহমতকে সাজঘরে ফেরান তিনি।


ইব্রাহিম জাদরান ৭৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরলে ১৩১ রানে তিন উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। অধিনায়ক হাশমাতুল্লা শাহিদিও অর্ধশতরান করেন বটে। তবে অপরপ্রান্ত থেকে তাঁকে সাহায্য করার মতো তেমন কেউ ছিল না। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। রশিদ খান শেষের দিকে ২৪ রানের একটি ইনিংস খেলেন বটে, তবে তাতে আফগানিস্তান জয়ের ধারেকাছেও পৌঁছতে পারেনি। শেষমেশ ৩৩ বল বাকি থাকতে ২৪৫ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। তাসকিন আমেদ চারটি ও শরিফুল তিনটি উইকেট নেন।


প্রথম ইনিংসে ওপেনার মেহেদি হাসান মিরাজ ও দুরন্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের হয়ে শতরানের ইনিংস খেলেন। মিরাজ ১১২ রান করে রিটায়ার্ড হা্র্ট হন। শান্ত করেন ১০৪ রান। দুইদনে মিলে তৃতীয় উইকেটে ১৯৪ রান যোগ করে বাংলাদেশের জন্য বড় রানের ভিত গড়ে দেন। এই ভিতের উপর ভর করেই বাংলাদেশ পাঁচ উইকেটের বিনিময়ে ৩৩৪ রানের বিশাল স্কোর করে এবং শেষমেশ ম্যাচও জিতে নেয়। ব্যাট হাতে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন মেহেদি হাসান মিরাজ।


এই জয়ের সুবাদে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছনোর দৌড়ে টিকে থাকল। তবে গ্রুপ বি থেকে কোন দুই দল সুপার ফোরে পৌঁছবে, তা ৫ সেপ্টেম্বর আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের উপরই নির্ভর করবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অত্যাধিক বৃষ্টির কারণে বদল যেতে পারে এশিয়া কাপের ভেন্যু