ক্যান্ডি: গতকালই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের (Asia Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ঠিক তার পরের দিনই দেশে ফিরলেন দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, রবিবারই মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় দলের তারকা। তাহলে কি আর এশিয়া কাপে দেখা যাবে না বুমরাকে?
প্রায় বছর খানেক চোটের কারণে মাঠের বাইরে থাকতে চেয়েছে বুমরাকে। অস্ত্রোপ্রচার করিয়ে দীর্ঘ রিহ্যাব করেছেন বুমরা। তারপর গত মাসের শেষের দিকেই আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। এশিয়া কাপে আবার ভারতীয় দলের প্রথম ম্যাচে তাঁকে বলও করতে দেখা যায়নি। বৃষ্টির জন্য বাতিল হয় সেই ম্যাচ। তাই বল করার সুযোগই পাননি বুমরা। এরই মাঝে তাঁর ভারতে প্রত্যাবর্তন স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার অনুরাগীদের উদ্বেগ বাড়াচ্ছে।
সামনেই আবার বিশ্বকাপ। আর এই এশিয়া কাপকেই বিশেষজ্ঞরা বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন। তাই বুমরার দেশে ফেরা নিয়ে উদ্বেগ একেবারেই অমূলক নয়। তবে ভারতীয় সমর্থকরা আশ্বস্ত হবেন, এই জেনে যে বুমরা চোটের কারণে নয়, তিনি ভারতীয় শিবির ছেড়েছেন সম্পূর্ণ পারিবারিক কারণে। তাঁর কোনওরকম চোট নেই এবং তিনি সম্পূর্ণ সুস্থ।
কাল নেপালের বিরুদ্ধে (India vs Nepal) নিজেদের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। বুমরা দেশে ফেরায় সেই ম্যাচে স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করতে পারবেন না। তবে ভারতীয় দল টুর্নামেন্টের সুপার ফোরে পৌঁছতে পারলে, বুমরাকে ফের একবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। তবে ভারতীয় দল সেই পর্বে পৌঁছতে পারলে ১০ সেপ্টেম্বর তাঁরা নিজেদের প্রথম ম্যাচ খেলবেন এবং সেই ম্যাচে ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেই মাঠে নামতে হতে পারে টিম ইন্ডিয়াকে।
সেই ম্যাচের আগেই বুমরা আবার দ্বীপরাষ্ট্রে ফিরে ভারতীয় শিবিরে যোগ দিয়ে দেবেন বলেই খবর। বুমরার অনুপস্থিতিতে নেপালের বিরুদ্ধে ভারতীয় একাদশে মহম্মদ শামিকে খেলতে দেখা যেতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে একাদশে সুযোগ পাননি তিনি। বুমরার অনুপস্থিতিতে তাঁর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: শাহিনের বলে প্লে ডাউন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের