কলম্বো: শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ (Asia Cup 2023) খেতাব জয়ের জন্য ভারতের (Indian Cricket Team) সামনে লক্ষ্য ছিল মাত্র ৫১ রান। এই রান তুলতে বেশি ঘাম ঝড়ানোর প্রয়োজন ছিল না। বেশি খাটা খাটনি করতে হল না। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। শুভমন গিল ২৭ রান ও ঈশান কিষাণ ২৩ রানে অপরাজিত থাকেন।


মহম্মদ সিরাজের আগুন বোলিংয়ে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং ধস নামে। মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। এরপর ভারতের হয়ে ওপেন করতে নামনে গিল ও ঈশান কিষাণ। গোটা টুর্নামেন্টে মিডল অর্ডারে খেললেও, স্বল্প রানের লক্ষ্য দেখেই সম্ভবত নিজের জায়গা ছেড়ে ঈশানকে ওপেনিং করার সুযোগ করে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ঈশান হতাশ করেননি। অল্প রানের ইনিংস খেললেও, তাঁর মারা তিনটি চারে আত্মবিশ্বাসের ঝলক স্পষ্ট ছিল।


অপরদিকে, শুভমন গিল তো গোটা বছর জুড়েই স্বপ্নের ফর্মে রয়েছেন। এই টুর্নামেন্টেও তাঁর ব্যাট থেকে রানের ঝুলঝুরি দেখা গিয়েছে। ভারতের গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি দলকে জেতাতে পারেননি বটে। মাত্র ছয় রানে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। তবে ভারতের পরাজয় সত্ত্বেও অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। ভারতীয় ওপেনার ১২১ রানের ইনিংসে গড়েছিলেন বিশ্বরেকর্ডও। তিনিও এই ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দেই ছিলেন। ১৯ বলের তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। শেষ অবধি টিকে থেকে দলকে ম্যাচ ও জিতিয়েই মাঠ ছাড়েন শুভমন। 


 






মাঠকর্মীদের পুরস্কার


 


অনেক টালবাহানার পর হাইব্রিড মডেলে এবারের এশিয়া কাপ আয়োজিত হয়েছে। মোট ১৩টি ম্যাচের টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দেশেই খেলা হয়েছে। পাকিস্তান লেগের ম্য়াচে বৃষ্টি কোনও প্রভাব না ফেললেও। শ্রীলঙ্কা প্রায় প্রতিটি ম্যাচেই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। তা সত্ত্বেও, একাধিক রুদ্ধশ্বাস ম্যাচ আয়োজিত হয়েছে। এর জন্য 'আনসাং হিরো'দের পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন জয় শাহ (Jay Shah)।


প্রবল বৃষ্টি সত্ত্বেও, ভারত বনাম পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ ব্যতীতে আর কোনও ম্যাচ বাতিল হয়নি। এর জন্য গোটা কৃতিত্বটাই মাঠকর্মীদের। তাঁরাই অক্লান্ত পরিশ্রম করে এত বৃষ্টি সত্ত্বেও দ্রুত মাঠগুলিকে খেলার উপযোগ্য করে তুলেছেন। এর পুরস্কারস্বরূপ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) সভাপতি জয় শাহ ক্যান্ডি ও কলম্বোর মাঠকর্মীদের ৫০ হাজার আমেরিকান ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪১.৫৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা জানান।


আরও পড়ুন: প্রবল বৃষ্টির মধ্যেও দুরন্ত এশিয়া কাপ আয়োজনের প্রতিদান, মাঠকর্মীদের জন্য পুরস্কারমূল্য ঘোষণা জয় শাহর