নয়াদিল্লি: এ বছরের সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ (Asia Cup 2023) অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়া কাপ আয়োজনের দায়ভার প্রাথমিকভাবে পাকিস্তানের ওপর দেওয়া হয়েছিল। তবে সম্ভবত পাকিস্তান থেকে সরতে চলেছে এশিয়া কাপ। গত বারের মতো আসন্ন এশিয়া কাপও আয়োজনের দৌড়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহি।


পাকিস্তানে এশিয়া কাপ নয়


আজ বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমস্ত শীর্ষ কর্তার উপস্থিতিতে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় বোর্ডের সচিন জয় শাহ (Jay Shah)। উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান নাজম শেঠিও (Najam Sethi)। গত বছরের শেষের দিকেই জয় শাহ জানিয়েছিলেন ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না, তাই বদলানো হবে এশিয়ার কাপের আয়োজক দেশ। তবে এই নিয়ে বরাবরই পাকিস্তান বোর্ডের তরফে প্রতিবাদ করা হয় এবং সেই বিবাদ মেটাতেই আজ এক বৈঠকে ভারত ও পাকিস্তান উভয় বোর্ডের কর্তারাই উপস্থিত ছিলেন।


পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, জয় শাহ, যিনি আবার এসিসির চেয়ারম্যানও বটে, তাঁর ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে। বাহরিনে শনিবারের বৈঠকের পরেই এশিয়া কাপের আসর পাকিস্তান থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। যদিও এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরার খবরে সিলমোহর আসতে পারে মার্চে। এক বিসিসিআই আধিকারিক এই প্রসঙ্গে বলেন, 'ভারতীয় দল কোনওভাবেই পাকিস্তান যাবে না। তাই এশিয়া কাপই সরাতে হবে। রোহিত, কোহলি, গিলদের ছাড়া কোনও টুর্নামেন্টে তো স্পনসরও বিনিয়োগ করতে চাইবেন না।'


কোহলিকে পরামর্শ


হাতে আর মাত্র ৪ দিন। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) প্রথম টেস্ট। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাটিং অনেকটাই নির্ভর করে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) ওপর। ব্যাট হাতে কোহলি কেমন করেন, দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।


ইদানীং স্পিনের বিরুদ্ধে কোহলির দুর্বলতা চোখে পড়ছে অনেকের। মনে করা হয়, পেসারদের বিরুদ্ধে কোহলি যেরকম দাপট দেখান, স্পিনারদের সামনে ততটা সপ্রতিভ নন। অস্ট্রেলিয়া দলে নাথান লায়নের মতো স্পিনার আছেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) জানিয়েছেন, স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করা উচিত কোহলির।


ইরফান বলেছেন, 'লায়ন ও আগরের স্পিন সামলানোর কথা ভাবতে হবে কোহলিকে। স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ওকে। আমার মনে হয় ও স্পিনারদের বিরুদ্ধে আরও একটু আগ্রাসী ব্য়াটিং করতে পারে। কারণ স্পিনের বিরুদ্ধে ওর স্ট্রাইক রেট বেশ কম। জানি টেস্ট ক্রিকেটের কথা হচ্ছে, কিন্তু একটু আগ্রাসী হলে, বিশেষ করে নাথান লায়নের মতো স্পিনারদের বিরুদ্ধে, তাহলে উপভোগ্য লড়াই হবে। লায়ন পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নেয়। ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে বল বাইরের দিকে নিয়ে যেতে পারে। এটা বিরাটের মাথায় রাখা উচিত।'


আরও পড়ুন: বিরাট-রোহিতের বিবাদ মেটাতে আসরে নামতে হয়েছিল শাস্ত্রীকে, বিস্ফোরক দাবি শ্রীধরের