নয়াদিল্লি: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ (IND vs AUS)। সেই সিরিজের প্রথম ম্যাচের আগে ভারতীয় শিবিরে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) নিয়ে উদ্বেগ। প্রথম টেস্টে শ্রেয়সের ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। তিনি যদি একান্তই মাঠে নামতে না পারেন তাহলে, ভারতীয় দলের মিডল অর্ডারে কে খেলবেন, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। শ্রেয়সের অনুপস্থিতিতে টেস্টে ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অভিষেক ঘটতেও পারে।


সূর্যর টেস্ট অভিষেক


গত জানুয়ারিতে প্রথমবার ভারতীয় টেস্ট দলে ডাক পান সূর্য। নাগপুরে ভারতীয় অনুশীলনেও দেখা গিয়েছে সূর্যকুমারকে। এবার সম্ভবত জাতীয় টেস্ট দলের হয়ে তাঁর অভিষেকও ঘটতে চলেছে। সূর্যর পোস্ট দেখে অন্তত তেমন আভাসই পাওয়া যাচ্ছে। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লাল বলের একটি ছবি দিয়েই টেস্ট অভিষেকে জল্পনা উস্কে দিলেন ভারতের তারকা ব্যাটার। সূর্য ভারতীয় দলে সুযোগ পেলে ছয় নম্বরে ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে কেএল রাহুলকে কিপারের ভূমিকায় দেখা গেলেও যেতে পারে। অবশ্য বিশেষজ্ঞ কিপার হিসাবে ঈশান কিষাণকে খেলানোর বিকল্পও রয়েছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের সামনে। সেক্ষেত্রে সূর্যকুমারের দলে সুযোগ পাওয়াটা একটু চাপেরই হবে বটে। 


 






ক্যারির সতর্কবার্তা


৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। মহাগুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারতীয় স্পিনারদের নিয়ে প্রবল চর্চা। অজি (Australia Cricket Team) ব্যাটাররা রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে কেমন পারফর্ম করেন, তার ওপর সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভরশীল। স্পিনের বিরুদ্ধে প্রস্তুতির জন্য অজি নেটে রবিচন্দ্রন অশ্বিনের ডামিকেও হাজির করা হয়েছে। তবে অজি তারকা অ্যালেক্স ক্যারি (Alex Carey) কিন্তু ফাস্ট বোলারদের নিয়েও সতর্ক করছেন।


ক্যারির মতে স্পিন তো বটেই তবে রিভার্স সুইং সহায়ক পরিবেশে ফাস্ট বোলাররাও কিন্তু অজিদের প্রচুর সমস্যায় ফেলতে পারেন। তিনি বলেন, 'আমাদের পাকিস্তান সফরের আগেও স্পিন বোলিং নিয়েই সিংহভাগ চর্চা হচ্ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে রিভার্স সুইং বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে বিশাল সমস্যার সম্মুখীন হই। আমি এখানে ২০১৮ সালে চারদিনের একটি ম্যাচ (অস্ট্রেলিয়া এ-র হয়ে) খেলেছিলাম। সেই সময়ও স্পিনের বিরুদ্ধে ব্যাটিং করা নিয়েই সকলে কথাবার্তা বলছিল। তবে সবাই ভুলে যাচ্ছে একটু উঁচু-নীচু উইকেটে বল রিভার্স সুইং হলে দুই দলের ফাস্ট বোলাররাই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই স্পিন এবং ফাস্ট বোলিং, উভয়ের বিরুদ্ধেই প্রস্তুতি করাটা ভীষণ জরুরি।'


আরও পড়ুন: 'ক্যারম' কাঁটা উপড়ে ফেলতে অশ্বিনের ডামিকে হাজির করল অস্ট্রেলিয়া