কাঠমাণ্ডু: নেপাল ক্রিকেটের (Nepal Cricket) জন্য ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের জন্য এশিয়া কাপের (Asia Cup 2023) মূলপর্বে যোগ্যতা অর্জন করল এই দলটি।  সংযুক্ত আরব আমিরশাহিকে (UAE) ৭ উইকেটে হারিয়ে আসন্ন এশিয়া কাপের (Asia Cup) মূলপর্বে জায়গা করে নিল নেপাল। দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করলেন ১৭ বছরের গুলশন কুমার (GulShan Kumar)। এসিসি মেনস্ প্রিমিয়ার কাপের (ACC Mens Premier Cup) ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি। প্রথম দিন বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে মুখোমুখি হয়ে প্রথমে ফিল্ডিং করতে নামে নেপাল। প্রতিপক্ষ দলকে ১১৭ রানেই গুটিয়ে দেয় তারা। 


রান তাড়া করতে নেমে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুলশন। মূলত তাঁর ব্য়াটিংয়ের সুবাদেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় নেপাল। এশিয়া কাপের মূলপর্বে এর আগে কখনও খেলেনি নেপাল। টুর্নামেন্টে গ্রুপ এ-তে রয়েছে নেপাল। সেই গ্রুপে রয়েছে শক্তিশালী ভারত ও পাকিস্তান দলও।


এবার পাকিস্তানের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু ভারতীয় দল আদৌ টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান যাবে কি না তা নিয়ে দোলাচল এখনও চলছে। উল্লেখ্য, ২০০৯ সালের পর থেকে সেদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কখনও যায়নি ভারতীয় দল। ভারত সরকারের তরফেও এই বিষয়ে কখনও সবুজ সংকেত দেওয়া হয়নি। এই নিয়ে পিসিবির তরফে নানান সময়ে ক্ষোভ প্রকাশ করা হলেও তাতে চিড়ে ভেজেনি। অবশেষে পিসিবির পক্ষ থেকে ভারতের ম্য়াচগুলোর জন্য নিরপেক্ষ ভেনুর কথা বলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়েও কেন্দ্র ও বিসিসিআইয়ের তরফে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। 


উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক বহুদিন ধরেই ভাল নয়। এর প্রভাব ক্রীড়ামহলেও পড়েছে। দুই পড়শি দেশ দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। কেবল বড় টুর্নামেন্টগুলিতেই ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যায়। তবে এবার সেই নিয়েও তৈরি হয়েছে জট। উল্লেখ্য়, এর আগে ভারতীয় বোর্ড সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান জয় শাহ (Jay Shah) বহুদিন আগেই স্পষ্ট করে দিয়েছেন ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। এবার ভারতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি এসেছিল পাক বোর্ডের তরফে।


আরও পড়ুন: পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন