কলম্বো: সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) ওয়ালালাগে, আসালঙ্কার দুরন্ত বোলিং ও দলের ব্যাটিং ব্যর্থতায় এক সময় মনে হচ্ছিল ভারতীয় দল (Team India) ম্যাচ হেরে যাবে। মাত্র ২১৩ রানের পুঁজি ছিল হাতে। তবে দুরন্ত বোলিংয়ে ১৭২ রানে লঙ্কানদের অল আউট করে দেন ভারতীয় বোলাররা। ৪১ রানে ম্যাচ জিতে প্রথম দল হিসাবে পৌঁছে যায় এশিয়া কাপের সুপার ফোরেও।


ম্যাচে বল হাতে ফের একবার কুলদীপ যাদব (Kuldeep Yadav) চার উইকেট নিয়ে দলের জয়ে মুখ্য ভূমিকা নেন। ভারতের চায়নাম্যান বোলার নিজের খাটাখাটনিরই ফল পাচ্ছেন বলে মনে করছেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচ শেষে তিনি বলেন, 'বিগত বছরখানেক কিন্তু ও খুবই ভাল বল করছে। ছন্দে ফিরে পেতে প্রচুর খেটেছে। একদম গোড়ায় গিয়ে নিজের খামতিটা খুঁজে বের করে তার উপর কাজ করেছে। বল ওর থাকে বেশ ভালভাবে বের হচ্ছে এবং তার ফল তো শেষ ১০ ওয়ান ডে ম্য়াচে সকলেই দেখেছেন।'


তবে কুলদীপের থেকে যার বোলিং বেশি করে রোহিতের মনে ধরেছে, তিনি হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)v। ভারতের তারকা অলরাউন্ডারের বোলিং কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি বল করলে দলকে যে কতটা ভারসাম্য প্রদান করেন, এই নিয়ে আগেও বহুবার আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে তো নিয়মিত বোলিং করে উইকেট তুলে নিচ্ছেন হার্দিক। এইদিনের ম্যাচে তিনি মাত্র একটি উইকেট নিলেও, দারুণ বল করেন। খরচ করেন মাত্র ১৪ রান।


রোহিতের মতে হার্দিক প্রতিটি বলেই উইকেট নেবে বলে মনে হচ্ছিল। 'গত দুই বছরে নিজের বোলিংয়ের উপর ও জোর দিয়েছে। এক রাতে তো আর এই বদল ঘটে না এবং সত্যি বলতে ওর উন্নতি দেখে আমি সন্তুষ্ট। ওর বোলিং করার সময় তো মনে হচ্ছিল প্রতিটি বলেই উইকেট নেবে। এই রান ডিফেন্ড করাটা কিন্তু সহজ ছিল না। পরের দিকে পিচটা ব্যাটিং করার জন্য সহজ হয়ে গিয়েছিল। নির্দিষ্ট লাইন এবং লেংথে নিরন্তরভাবে বোলিং করার প্রয়োজন ছিল এবং আমরা সেটা করতে পেরেছি বলেই আমার মনে হয়।' বলেন ভারতীয় অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দ্রুততম জুটি হিসাবে ওয়ান ডে ক্রিকেটে পাঁচ হাজার রান করলেন রোহিত-বিরাট