কলম্বো: শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়ালালাগে ও চরিথ আসালঙ্কা ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে ২১৩ রানের পুঁজি হাতে নিয়ে ভারতকে (Indian Cricket Team) জয় এনে দেওয়ার কারিগরও কিন্তু সেই স্পিনাররাই। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট নিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। দুই উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ১৭২ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা।


এই ম্যাচের আগে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। ওয়ান ডের ইতিহাসে অস্ট্রেলিয়া বাদে এর থেকে ভাল রেকর্ড আর কারুর নেই। উপরন্তু পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়া বিশ্রাম নেওয়ার জন্য ২৪ ঘণ্টাও সময় পায়নি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে চ্যালেঞ্জটা কঠিন হতে চলেছিল, তা বোঝাই যাচ্ছিল। হলও তাই। প্রথমে ব্যাট করে কাল যেখানে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র দুই উইকেট হারিয়ে ৩৫০ রানের গণ্ডি পার করেছিল ভারত, সেখানে এদিন লঙ্কান স্পিনারদের দাপটে কোনওক্রমে দু'শোর গণ্ডি পার করে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিতের অর্ধশতরান ও রাহুলের ৩৯ বাদে কেউই তেমন রান পাননি।


অল্প রান ডিফেন্ড করতে হলে শুরুতেই নতুন বলে উইকেটে তুলে নেওয়ার প্রয়োজন ছিল। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা ঠিক সেই কাজটিই করে দেখান। দুরন্ত বলে প্রথমে পাথুম নিসাঙ্কাকে ছয় রানে ফেরান বুমরা। আরেক ওপেনার দিমুথ করুণারত্নেকে দুই রানে আউট করেন সিরাজ। এরপর কুশল মেন্ডিসকে সাজঘরের রাস্তা দেখান বুমরা। ২৫ রানে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। সাদিরা সামারাবিক্রমা (১৭) ও চরিথ আসালঙ্কা (২২) কিছুটা লড়াই করলেও কুলদীপ যাদব স্পিনের জাল বুনতে শুরু করেন। রবীন্দ্র জাডেজাও তাঁকে যোগ্য সঙ্গ দেন। শতরানের গণ্ডি পার করার আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।


তবে গত বারের চ্যাম্পিয়নদের হয়ে রুখে দাঁড়ান ধনঞ্জয় ডি সিলভা ও বল হাতে ম্যাচে পাঁচ উইকেট নেওয়া দিমুথ ওয়ালালাগে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬৩ রানের তাঁদের পার্টনারশিপ ভারতের উপর পাল্টা চাপ তৈরি করে। ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচ ভারতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই ধনঞ্জয়কে ৪১ রানে আউট করে দলকে ম্যাচে ফেরান জাডেজা। পরপর উইকেট নিয়ে দলকে দুরন্ত জয় এনে দেন কুলদীপ। ওয়ালালাগে অপরপ্রান্তে ৪২ রানেই নট আউট রয়ে যান।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চোট কি গুরুতর? শ্রীলঙ্কার বিরুদ্ধে কেন খেলছেন না শ্রেয়স?