কলম্বো: পাকিস্তানের বিরুদ্ধে গতকালই দুরন্ত জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ঠাস সূচির জেরে সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই আজ আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) নতুন ইতিহাস গড়লেন।
ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত ও বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই জুটি হিসাবে তাঁরা পাঁচ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করলেন। শুধু পার করলেন, তাই নয়, দ্রুততম জুটি হিসাবে এই গণ্ডি পার করলেন তাঁরা। ওয়ান ডেতে পাঁচ হাজার রান করতে দুই তারকা ভারতীয় ব্যাটারের ৮৬ ইনিংস লাগে। তাঁরা গর্ডন গ্রিনিচ ও ডেসমন হেইন্সের রেকর্ড ভাঙলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের তারকা জুটি ৯৭ ইনিংসে পাঁচ হাজার ওয়ান ডে রান করেছিলেন।
বিরাট ও রোহিত ৮৬ ইনিংসে ১৮টি শতরান ও ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ গড়েছেন। একত্রে তাঁদের পার্টনারশিপের গড় ৬২.৪৭। বিরাট ও রোহিত ছাড়া ভারতীয়দের মধ্যে কেবল সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকরের জুটির দখলেই পাঁচ হাজার রান করার কৃতিত্ব রেয়েছে। আসন্ন বিশ্বকাপেও কিন্তু এই দুই মহাতারকার কাঁধেই বড় দায়িত্ব থাকবে। ভারতীয় দলকে বড় রানে পৌঁছে দিতে রোহিত ও বিরাটের ব্যাট চলাটা টিম ইন্ডিয়ার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। চলতি এশিয়া কাপেও তাঁরা ফর্মে রয়েছেন, যা টিম ইন্ডিয়ার অনুরাগীদের জন্যু দারুণ খুশির খবর।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই রোহিত আবার ব্যক্তিগত ১০ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে ফেলেন। ষষ্ঠ ভারতীয় হিসাবে রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ফর্ম্যাটে ১০ হাজার রান করলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরানে ইনিংস খেলেছিলেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধেও ফের একবার অর্ধশতরান হাঁকালেন ভারতীয় অধিনায়ক। সাতটি চার ও দুইটি ছক্কার সুবাদে ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেও, এদিন কোহলির ব্যাট চলল না। মাত্র তিন রান করেন তিনি। দুই মহাতারকাকেই আউট করেন দুনিথ ওয়ালালাগে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রান পূর্ণ করলেন রোহিত