মুম্বই: জল্পনা ছিলই, সেই জল্পনা মতোই আজ, সোমবার ২১ অগাস্ট আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) জন্য ভারতীয় দলের (Indian Cricket Team) ঘোষণা করা হল। দীর্ঘদিন ধরে চোটের কবলে থাকা কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার, উভয়েই এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দলে রয়েছেন। তবে ঋষভ পন্থ (Rishabh Pant) কিন্তু দলে নেই। কবে ফিরতে পারবেন তিনি?


গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়াল পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব। হালেই সোশ্যাল মিডিয়ায় ভারতের তারকা কিপার ব্যাটারকে ব্যাটিং করতেও দেখা গিয়েছিল। সেই দেখে ভারতীয় দলের সমর্থকরা আশা করছিলেন যে এশিয়া কাপে না হলেও, বিশ্বকাপে হয়তো মিরাক্যাল ঘটিয়ে পন্থ জাতীয় দলে ফিরবেন। কিন্তু সে গুড়ে বালি।


এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁকে পন্থের বিষয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন করা হয়। কিন্তু রোহিত যা বললেন, তাতে ভারতীয় সমর্থকরা আশাহতই হবে। তিনি বলেন, 'ঋষভ পন্থ এখনও তৈরি নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের হাতে যা রিপোর্ট, তাতে ও এশিয়া কাপের জন্য প্রস্তুত নয়।' বিশ্বকাপের তিনি ফিরতে পারেন কি না, সেই নিয়ে রোহিত কিছু না বললেও, পন্থের বিশ্বকাপে ফেরা যে কার্যত অসম্ভব, তা ধরে নেওয়াই যায়।


ভারতীয় সমর্থকদের উদ্বেগ আরও বাড়াচ্ছে কেএল রাহুলের নতুন চোট। রাহুলের নাম এশিয়া কাপের দলে থাকলেও, ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে যে তাঁর নতুন চোট লেগেছে এবং তিনি পুরোপুরি ফিট নন। ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর সাংবাদিক বৈঠকে বলেন, 'রাহুলকে নিয়ে বোর্ড মেডিক্যাল রিপোর্ট দেবে। ওর পুরনো চোট সেরে গিয়েছে। এটা অন্য একটা সমস্যা। বোর্ড থেকে মেডিক্যাল বুলেটিন দেবে। তবে গুরুতর কিছু না। দ্রুত ফিরবে ও।' আগরকর যোগ করেছেন, 'রাহুলকে হয়তো এশিয়া কাপের শুরুর দিকে ২-৩টি ম্যাচে পাওয়া যাবে না। সেই কারণে স্ট্যান্ড বাই হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে।'  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: প্রথম আন্তর্জাতিক ইনিংস খেলেই ম্য়াচ সেরা হয়ে কাকে কৃতিত্ব দিলেন রিঙ্কু?