কাবুল: এশিয়া কাপের জন্য ১৭ সদস্য়ের আফগানিস্তান দল ঘোষণা করা হল। দলের নেতৃত্বে রয়েছেন রশিদ খান। স্কোয়াডে ফেরানো হয়েছে নবীন উল হককে। ২০২৪ সালের ডিসেম্বরে শেষবারের মত এই পেস বোলার আফগানিস্তানের হয়ে খেলেছিলেন। এছাড়াও ফাজাল্লাখ ফারুখি, নূর আহমেদ ও শারাফুদ্দিন আসরাফ। রশিদের পাশাপাশি অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবিকে রাখা হয়েছে আফগান স্কোয়াডে।
আইসিসির শেষ তিনটে সাদা বলের টুর্নামেন্টে এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরশাহির মাঠে আফগানিস্তান কিন্তু অবশ্য়ই বেগ দিতে পারে যে কোনও দলকে। এমনকী শ্রীলঙ্কা, বাংলাদেশের তুলনায় এই মুহূর্তে আফগানিস্তান অনেক শক্তিশালী দল হিসেবে উঠে এসেছে গত ২ -৩ বছরে। এশিয়া কাপে বি গ্রুপে রয়েছে আফগানিস্তান। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর হওয়ার প্রথম দিনেই হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামার কথা রশিদ খানের দল।
২০২৪-এর টি-২০ বিশ্বকাপেও নজর কাড়ে তারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে আফগানিস্তান জায়গা করে নিয়েছিলো সেমিফাইনালে। এছাড়া ওয়ান ডে বিশ্বকাপেও নজর কেড়েছে আফগানিস্তান। দলের প্লেয়াররা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন। ফলে অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন তাঁরা।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দরবেশ রসুলি, সেদিকুল্লাহ আটাল, আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মহম্মদ নবি, গুলবাদিন নায়েব, শরাফুদ্দিন আশরাফ, মহম্মদ ইসহাক, নূর আহমদ, মুজিব উর রহমান, আল্লাহ গজনফর, ফরিদ মালিক, নবীন উল হক, ফজলহক ফারুক।
এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা
এশিয়া কাপের জন্য় বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান। শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালে। সেবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে খেলেছিলেন দেশের জার্সিতে শেষ টি-টোয়েন্টি।
এরপর থেকে দেশের জার্সিতে নুরুলকে আর কুড়ির ফর্ম্য়াটে দেখা যায়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে গিয়েছেন তিনি। যার জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পড়েছে আবার তাঁর। অন্য়দিকে অলরাউন্ডার সৈয়ফ হাসানকে ফের একবার কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলে দেখা গিয়েছে প্রায় দেড় বছর পর। শেষবার ২০২৩ সালের এশিয়া কাপে খেলেছিলেন তিনি।