দুবাই: দলের অধিনায়ক তিনি। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলেন। তবে এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম দুই ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নামলেও, ওমানের বিরুদ্ধে (India vs Oman) ব্যাট হাতে দেখাই মিলল না সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। দুই, তিন নয় ১০ জন ব্যাটার একে একে ক্রিজে নামলেন, তাও তিনি এলেন না। হঠাৎ ১১ নম্বরে নামার এই সিদ্ধান্ত কেন? অনেকেই আবার আশঙ্কা করেন শেষ মুহূর্তে টিম ইন্ডিয়া অধিনায়কের কোনরকমের চোট লাগল না তো!
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ককে তাঁর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন করা হলে বেশ মজাদার জবাব দেন সূর্যকুমার। তিনি বলেন, 'নিঃসন্দেহে পরবর্তী ম্যাচে (আরও উপরের দিকে ব্যাটে নামার) চেষ্টা করব।' তারপরেই হাসিতে ফেটে পড়েন সূর্য নিজেই। অর্থাৎ তাঁর কোনও চোট আশঙ্কা নেই, বরং নিয়মরক্ষার ম্যাচে বাকিদের সুযোগ দিতেই সূর্য ব্যাটিংয়ে নামেননি বলে ধরে নেওয়া যেতেই পারে।
ম্যাচে বিপক্ষ দলকে প্রশংসায় ভরান সূর্যকুমার। তাঁকে বলতে শোনা যায়, 'আমার মতে ওমান আজকে অসাধারণ ক্রিকেট খেলেছে। আমি জানতাম ওরা এমন কিছু করার দক্ষতা রাখে। দারুণ খেলেছে ওরা। ওদের ব্যাটিংটা দেখতে আমার বেশ মজাই লেগেছে।'
ভারতীয় দল এই ম্য়াচে দুই বদল ঘটায়। যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীর বদলে দলে অর্শদীপ সিংহ ও হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়। উভয় বোলারই একটি করে উইকেট নেন। দুই বোলারেরই প্রশংসা করেন সূর্য। 'ম্যাচ না খেলে মাঠের বাইরে বসে থাকাটা বেশ কঠিন। ওদের প্রশংসা করতেই হবে।' বলেন ভারতীয় অধিনায়ক। ব্যাট হাতে রান না পেলেও বোলিং এবং ফিল্ডিংয়ে নজরকাড়া হার্দিক পাণ্ড্যকেও প্রশংসায় ভরান সূর্যকুমার যাদব।
ম্যাচের দুই অর্ধেই সমানে সমানে লড়াই করল ওমান। বল হাতে নিয়মিত ব্যবধানে উইকেট তুললেন শাহ ফইজলরা। যে কারণে প্রথমে ব্যাট করে ভারত ১৮৮/৮ স্কোরের বেশি তুলতে পারেনি। ব্যাটেও আমির কালিম ও হামাদ মির্জার অর্ধশতরানের ইনিংসে ম্যাচে অনেকটা সময়ই জয়ের দৌড়ে টিকে ছিল ওমান। তবে শেষমেশ এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক করতে সমস্যা হল না টিম ইন্ডিয়ার। ২১ রানে জয় পেল ভারতীয় দল।