দুবাই: খাতায়-কলমে দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। মাঠেও সেটা স্পষ্ট হয়ে গেল। সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) অভিযান শুরু করল ভারতীয় দল। ৯৩ বল বাকি থাকতে নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)।

ইংল্যান্ড সফর শেষ হওয়ার মাসখানেকের বেশি সময় পরে মাঠে নেমেই এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স স্বাভাবিকভাবেই দলে সাপোর্ট স্টাফরা উচ্ছ্বসিত। ম্যাচের পর বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে মর্নি মর্কেলকে (Morne Morkel) বলতে শোনা গেল তিনি দলের প্রস্তুতিটা যেন ভালভাবে হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন। ভারতের বোলিং কোচ বলেন, 'আজকে বোলাররা দারুণভাবে শুরুটা করল। আমরা তো হালে তেমন সাদা বলের ক্রিকেট খেলেনি। তাই আমার মতে নিজেদের প্রস্তুতির সময় আমরা খুব ফোকাস ছিলাম। সেই প্রস্তুতিটা আমরা খুব ভালভাবে সেরেছি।'

টিম ইন্ডিয়ার দাপুটে জয়ের ভিতটা দুরন্ত বোলিংয়ের উপরেই গড়ে ওঠে। বল হাতে একদিকে যেমন কুলদীপ নিজের ভেল্কিতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন, তেমনই শিবম দুবের নিয়ন্ত্রিত বোলিংও আমিরশাহিকে বিপাকে ফেলে। দুইজনে সম্মিলিতভাবে ২৫ বল করে ১১ রানের বিনিময়ে সাত উইকেট নেন। শিবম নেন তিনটি উইকেট, কুলদীপ চার আমিরশাহি ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান।

মর্কেল আরও জানান তিনি দলের বোলারদের সর্বপ্রথম নিজেদের ছন্দ খুঁজে পেয়ে তারপর সর্বস্বটা উজাড় কর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। 'ম্যাচ শুরর ঠিক আগে আমরা আলোচনা করছিলাম সর্বপ্রথম আমাদের ছন্দ পেতে হবে। উদ্যম, ভাল মানসিকতার সঙ্গে আমাদের বল হাতে মাঠে নামা উচিত। আমার মনে হয় এই বিষয়টা আমরা একেবারে ঠিকঠাকভাবে করেছি।' বলেন তিনি।

 

এবার ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান। আমিরশাহি ম্যাচ শেষেই কিন্তু পাক দলকে কার্যত হুঁশিয়ারিই দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্যকুমার বলছেন, 'আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বরের ম্য়াচের জন্য অপেক্ষা করছি। দলের প্রত্যেকে ভাল একটা ম্যাচ খেলতে চায়। সেই ম্য়াচে নিজেদের সেরাটা দিতে চায়। প্রত্যেক ম্য়াচেই জয় ছিনিয়ে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এখন।'