নয়াদিল্লি: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকার ও ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলা নিয়ে কোনও বাধা দেয়নি। কিন্তু পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ খেলাকে বয়কট করতে চেয়েছেন প্রচুর ক্রিকেটপ্রেমী ও প্রাক্তন ক্রিকেটাররা। সেই তালিকায় ছিলেন চারজন ল স্টুডেন্ট। তাঁরা আবেদন জানিয়েছিলেন যাতে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে।
শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ''সামনের রবিবার একটি ম্যাচ আছে। আমরা এতে কী করতে পারি? এটি হতে দিন। ম্যাচটি হওয়া উচিত।'' উর্বশী জৈন নামের এক আইন শিক্ষার্থীর নেতৃত্বে চারজন ভারত-পাক ম্য়াচ বয়কটের দাবিতে কোর্টে আবেদন করেছিলেন। তাঁদের দাবি ছিল যে পহেলগাঁও জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর এভাবে ভারত-পাক ম্য়াচ আয়োজন করলে জাতীয় মর্যাদা ক্ষুন্ন হতে পারে। চার আইন শিক্ষার্থীর আবেদনে উল্লেখ ছিল, ''দেশগুলির মধ্যে ক্রিকেটের উদ্দেশ্য হল সদিচ্ছা ও বন্ধুত্ব প্রদর্শন করা। কিন্তু পহেলগাম সন্ত্রাসী হামলায় যখন আমাদের মানুষ নিহত হয়েছিলেন এবং আমাদের সৈন্যরা ঝুঁকিতে পড়েছিলেন, তখন পাকিস্তানের সঙ্গে খেলা বিপরীত বার্তা দেয়। যাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের সৈন্যরা জীবন উৎসর্গ করেছে ও যে দেশ সন্ত্রাসীদের ক্রমাগত আশ্রয় দিয়ে চলেছে, আমরা সেই দেশের বিরুদ্ধে খেলতে চলেছি। এটি সন্ত্রাসীদের হাতে প্রাণ হারানো পরিবারের অনুভূতির উপরও আঘাত হানতে পারে। জাতির মর্যাদা ও নাগরিকদের নিরাপত্তা বিনোদনের আগে আসে। দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ জাতির স্বার্থের জন্য ক্ষতিকর এবং সশস্ত্র বাহিনী ও সমগ্র জাতির মনোবলের জন্যও ক্ষতিকর।'' তবে সুপ্রিম কোর্ট বলে দিল যে ম্য়াচ বয়কট করা এখন কোনও মানে হয় না। খেলা চালিয়ে যাওয়া উচিৎ বলেই মনে করেন তারা।
ইতিহাস বলছে, দুবাইয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট দল মুখোমুখি হয়েছে মোট ছয়বার। তিনবার ওয়ান ডে ফর্ম্য়াট ও তিনবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে ম্য়াচ হয়েছে। ভারতীয় ক্রিকেট দল তিনটি ওয়ান ডে ম্য়াচেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এর আগে দুবাইয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে পাক দলকে হারিয়ে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পাকিস্তান অবশ্য ভারতকে দুবার হারিয়েছে দুবাইয়ে। এশিয়া কাপেও কিন্তু এবার কুড়ির ফর্ম্য়াটেই খেলা হবে দু দলের। দুবাইয়ের পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে। আমিরশাহির বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচেও সূর্যকুমারের তুরুপের তাস হতে পারেন।