দুবাই: গত এক বছরে টি টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে ওপেনিংয়ে নেমে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু শুভমন গিল চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) ওপেন করছেন, তাই লোয়ার মিডল অর্ডারে নামতে হচ্ছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। প্রতি ম্যাচে ব্যাট করার সুযোগও পাচ্ছেন না। এই পরিস্থিতিতেও এবার এশিয়া কাপ ফাইনালের মঞ্চে নজির গড়ার হাতছানি রয়েছে কেরলের ব্যাটারের সামনে। টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থকে। 

Continues below advertisement

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ইনিংসে মোট ১০৮ রান করেছেন ৩৬ গড়ে। ওমানের বিরুদ্ধে ৫৬ রানের ইনিংসটিই এই টুর্নামেন্টে স্যামসনের সর্বোচ্চ রান। তিন নম্বর পজিশনে নেমে অর্ধশতরান করেছিলেন। এছাড়া পাঁচ নম্বর পজিশনে দুবার নেমেছেন। ১৩ ও ৩৯ রান করেছেন। 

টি টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে সর্বাধিক রান করার নজির রয়েছে পন্থের ঝুলিতে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে পন্থ ১৭১ রান করেছিলেন। আর ৬৪ রান করলেই পন্থকে টেক্কা দেওয়ার সুযোগ স্যামসনের সামনে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে ১৫৪ রান করেছিলেন। তাঁকেও টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি।

Continues below advertisement

এদিকে, আর ৩১ রান করলেই টি-টোয়েন্টিি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে মঞ্চে ১০০০ রান পূরণ করে ফেলবেন স্যামসন। এখনও পর্যন্ত ৪৮ ম্য়াচে ৯৬৯ রান করেছেন ডানহাতি উইকেট কিপার ব্য়াটার। ১৪৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। তিনটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান রয়েছে স্যামসনের ঝুলিতে।

কিছুদিন আগেই ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে স্যামসনের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, ''ও দুই ম্যাচই ঠিকঠাক সুযোগ পেয়েছ। হ্যাঁ, এখনও এই ভূমিকায় কেমনভাবে খেলতে হবে, সেটা এখনও বোঝার চেষ্টা করছে ও। পাকিস্তান ম্যাচে উইকেটটা একটু কঠিনই ছিল। তবে শুরুতে শুভমন ও অভিষেক যা খেলছে, তিনে অধিনায়ক, চারে তিলকের পর আমরা পাঁচ নম্বর ব্যাটারের খোঁজে। আমরা মনে করি সঞ্জু এই নম্বরে আমাদের সেরা বিকল্প। আমরা নিশ্চিত অদূর ভবিষ্যতে এই ভূমিকায় কীভাবে খেলতে হয়, ও সেটা ঠিক বুঝে পথ বের করবে।''

আজ পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটের সুযোগ পাবেন কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে পেলে কিন্তু বড় রান করার লক্ষ্যেই মাঠে নামবেন স্যামসন।