দুবাই: হ্যান্ডশেক বিতর্ক দিয়ে শুরু হয়েছিল। এশিয়া কাপ ফাইনালের (Asia Cup Final 2025) দিন ট্রফি নিয়ে ফটোসেশনেও সেই দূরত্ব বজায় থাকল। ভারত-পাক সম্পর্ক দিনে দিনে তলানিতে গিয়ে পৌঁছেছে ক্রমেই। সুপার ফোরের ম্য়াচে তো পাকিস্তানের প্লেয়ার হ্যারিস রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যেও ভুল অঙ্গভঙ্গি করেছেন। তবে এরই মধ্যে একটি প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি। তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। নিয়ম অনুযায়ী যদি ভারতীয় দল এশিয়া কাপ জেতে, সেক্ষেত্রে সূর্যকুমার অ্যান্ড কোংয়ের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা মহসিন নকভির। এবার এখনও পর্যন্ত পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত না মেলানোর যে সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা, এই পরিস্থিতিতে আদৌ কি নকভির হাত থেকে ট্রফি নেবেন সূর্যরা?
সূত্রের খবর, নকভি ইতিমধ্যেই ফাইনালের আগেই সূর্যকুমারের নামে অভিযোগ জানিয়েছিলেন আইসিসির কাছে। এই পরিস্থিতিতে সূত্রের খবর কিছু প্রতিবেদনে বলা হচ্ছে যে বিসিসিআইয়ের তরফে না কি ঠিক করা হয়েছে যে যদি ভারত এশিয়া কাপ জেতেও তবে নকভির হাত থেকে ট্রফি ঘরে নেবে না তাঁরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দুবাইয় ফাইনালে মাঠেই উপস্থিত থাকার কথা নকভির। কিন্তু ভারতীয় দল যদি ট্রফি তাঁর হাত থেকে না নেয়, তাহলে এই ভারত-পাক মহারণে নতুন মাত্রা যোগ করবে নিঃসন্দেহে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ফাইনালের টস জমিতেছিলেন সূর্যকুমার যাদব। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? সূর্যকুমার বললেন, 'আমরা প্রথমে বোলিং করব। দেখে মনে হচ্ছে উইকেট ভাল। নৈশালোকে উইকেট আরও ভাল হবে। আমরা শুরুতে ব্যাটিং করলে বাল করছি, তবে আজ রান তাড়া করতে চাই। পিচ নিয়ে মাঠকর্মীরা দারুণ পরিশ্রম করেছেন এবং দুই ইনিংসেই পিচ একইরকম থাকবে। গত ৫-৬ মাসে আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটি বেশ ভাল। সেটাই চালিয়ে যেতে চাই। দুর্ভাগ্যবশত হার্দিকের সামান্য চোট রয়েছে আর ফাইনালে ও খেলতে পারছে না। অর্শদীপ ও হর্ষিতও নেই। বুমরা, দুবে ও রিঙ্কু খেলছে।'
পাকিস্তানের বিরুদ্ধে চলতি টুর্নামেন্টে এর আগে দুবার জিতেছে ভারত। একবার গ্রুপ পর্বের ম্য়াচে ও একবার সুপার ফোরের ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে কে শেষ হাসি হাসে, তা দেখার।