আমিরশাহি: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দ্বিতীয় দিনেই ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আসন্ন টুর্নামেন্টেই নতুন রেকর্ড গড়ার মুখে দাঁড়িয়ে আছেন হার্দিক পাণ্ড্য। আর মাত্র ১৭ রান ব্যাট হাতে করতে পারলেই নতুন নজির গড়বেন বঢোদরার অলরাউন্ডার।
এখনও পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে হার্দি মোট ৮৩ রান করেছেন ও ১১ উইকেট নিয়েছেন। আর ১৭ রান করতে পারলেই টি-টোয়েন্টি এশিয়া কাপের ফর্ম্য়াটে প্রথম প্লেয়ার হিসেবে ব্যাট হাতে ১০০ রান ও বল হাতে ১০ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন। হার্দিক এই দলের সিনিয়র অলরাউন্ডার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁর পরিবর্তে সূর্যকুমার যাদবকে অধিনায়ক নির্বাচিত করা হয়।
ভারতের এশিয়া কাপে সবচেয়ে হাইভোল্টেজ মহারণ আগামী ১৪ সেপ্টেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপের ফাইনাল ম্য়াচ খেলবে। সুপার ফোরে পৌঁছনোর জন্য দুটো জয় খুবই গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা ও বিরাট কোহলির পরিবর্তে সূর্য়কুমার যাদবকে নেতৃত্বভার দেওয়া হয়েছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের শেষ ওভারেই জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই ফর্ম্য়াটে লিডারশিপ গ্রুপের অন্য়তম বঢোদরার অলরাউন্ডার। এখনও পর্য়ন্ত এই ফর্ম্য়াটে ১১৪টি ম্য়াচ খেলে মোট ১৮১২ রান করেছেন ১৪১.৬৭ স্ট্রাইক রেটে। বল হাতে ৯৪ উইকেট নিয়েছেন।
দুবাইয়ে আইসিসি অ্য়াকাডেমিতে শুক্রবার ভারতের যে ক'জন ব্যাটার নেটে একাধিকবার ব্যাট করেছেন, সঞ্জু তাঁদের অন্যতম। শোনা যাচ্ছে, প্রথম একাদশে জায়গা পেতে সঞ্জুর প্রধান প্রতিদ্বন্দ্বী জিতেশ শর্মা। নেটে দুজন পাশাপাশি ব্যাট করেছেন। এশিয়া কাপে ভারতের একাদশে উইকেটকিপার-ব্যাটার হিসাবে দেখা যাবে কাকে? দুজনই উইকেটকিপিং ড্রিলসও প্র্যাক্টিস করলেন চুটিয়ে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য জিতেশ। তবে জুন মাসে বিদর্ভ প্রো টি-২০-র পর থেকে আর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি। সেখানে কেরল ক্রিকেট লিগে গত সপ্তাহেই চারটি ম্যাচ খেলে এসেছেন সঞ্জু। নেটে শুভমন ও বুমরার ব্যাট-বলের লড়াই জমে উঠেছিল। বরুণ চক্রবর্তী দুই নেটেই ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করছিলেন। গিলের পাশাপাশি দীর্ঘক্ষণ ব্যাটিং করেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। হার্নিয়া অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন স্কাই। জিতেশ, সঞ্জু, অভিষেক শর্মা, তিলক বর্মারাও দীর্ঘক্ষণ ব্যাটিং করেন নেটে। চুলে সাদা রং করা হার্দিক পাণ্ড্যকেও পূর্ণ গতিতে প্রায় ২০ মিনিট বোলিং করতে দেখা যায়। শিবম দুবে ও অভিষেক শর্মাও বল করেন বেশ খানিকটা সময়।