নয়াদিল্লি: চরম বিতর্কের মাঝে গত রবিবার, ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হয়েছিল। এশিয়া কাপের (Asia Cup 2025) এই ম্যাচে ভারত পাকিস্তানকে দুরমুশ করলেও, ম্যাচ শেষে সলমন আলি আগাদের সঙ্গে সূর্যকুমার যাদবরা করমর্দন না করায় ফের একবার বিতর্ক শুরু হয়। সেই ম্য়াচের রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে আইসিসিকে নালিশ জানায় পাকিস্তান। ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের (Andy Pycroft) বিরুদ্ধে আইসিসি কোনও ব্যবস্থাই নেয়নি। পাকিস্তান বনাম আমিরশাহি ম্য়াচেও তাঁকে ম্য়াচ রেফারির দায়িত্ব দেওয়া হয়। তবে বিতর্ক যেন কিছুতেই থামছে না।
এই করমর্দন কাণ্ডে ভারতীয় দল তথা ম্যাচ রেফারি পাইক্রফ্টের বিরুদ্ধে ওয়াঘার ওপার থেকে ক্ষোভ প্রকাশের ধারা অব্যাহত। এবার প্রাক্তন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। রাজা পাইক্রফ্টকে 'ভারতের ফিক্সার' বলে দাবি করেন। তাঁকে বলতে শোনা যায়, 'ম্যাচ শেষে যেটা বলা হয়েছে (অধিনায়ক সূর্যকুমার ভারতীয় সেনাবাহিনীকে জয় উৎসর্গ করেন), সেটা নিয়ে আমার সবথেকে বেশি সমস্যা। ওটাই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ক্ষমা চেয়ে নেওয়া হয়, তাহলে তো ভালই। ক্রিকেট মাঠ যদি রাজনীতির ময়দানে পরিণত হয়, তাহলে লাভের লাভ কিছুই হয় না। আশা করছি আমাদের দল আরও ভাল পারফর্ম করবে। '
তিনি যোগ করেন, 'আমি এটা বরাবরই লক্ষ্য করেছি যে অ্যান্ডি পাইক্রফ্ট কিন্তু ভারতের খুবই প্রিয়। ভারতীয় দলের হয়ে ও একজন ফিক্সার বলে আমার মনে হয়। ভারতের ৯০টা ম্যাচে ও দায়িত্ব সামলেছে। এটা হতাশাজনক, জঘন্য এবং একপাক্ষিক, এমনটা হওয়া একেবারেই উচিত নয়। এটা তো নিরপেক্ষ ময়দান। তবে দিনের শেষে সুবুদ্ধির উদয় হোক, এটাই চাই।'
রামিজ রাজা এবং আরেক প্রাক্তন পিসিবি প্রধান নজম শেঠিকে বুধবার এই বিষয়ে আলোচনার জন্য পাক বোর্ডের বর্তমান প্রধান মহসিন নখবি বোর্ডের প্রধান কার্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন বলে খবর। এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে এবং কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা জানা যায়নি। তবে এই বৈঠকের পরেই টালবাহানা করেও পাকিস্তান শেষ পর্যন্ত ঘণ্টাখানেক দেরি করে আমিরশাহি ম্যাচে খেলতে নামে। সেই ম্যাচ জিতে তাঁরা এশিয়া কাপের 'সুপার ফোর'-এও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এই রবিবার ফের একবার ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান। উত্তপ্ত এই পরিস্থিতিতে ম্যাচের ফলাফল কী হয়, সেইদিকে সকলের নজর থাকবে।