দুবাই: গত এশিয়া কাপ ভুলতেই চাইবেন না অভিষেক শর্মা। স্বপ্নের ফর্মে রয়েছেন। একের পর এক ম্য়াচ রান করে গিয়েছেন। একমাত্র ব্যাটার হিসেবে তিনশো বা তার বেশি রান করেছেন গোটা টুর্নামেন্টে। ২০০-র ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এশিয়া কাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন। তবে সব কৃতিত্বই কােচ গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবকে দিতে চান তরুণ ভারতীয় ওপেনার।
গত এশিয়া কাপে ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে নেমেছিলেন তিনি। প্রত্যেক ম্য়াচেই পাওয়ার প্লে-তে দুর্দান্ত পারফর্ম করেছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ দলের বোলিং ডিপার্টমেন্টের মেরুদণ্ডই ভেঙে দিয়েছেন তিনি। অভিষেক বলছেন, ''আমি কখনওই অনুভব করিনি চাপের ম্য়াচ হিসেবে কিছু। আমি সব ম্য়াচেই সবার অ্য়াপ্রোচ নিয়েই খেল থাকি। আমি যেধরণের খেলা খেলি, আমাকে কোচ হিসেবে গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব যেভাবে ভরসা জুগিয়ে গিয়েছেন, তার কোনও তুলনা হয় না। তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। কারণ এই ধরণের অ্য়াপ্রোচে খেললে রান কখনও আসবে, কখনও আসবে না। কিন্তু সেই মানসিকতাটা রাখতে হবে।''
সাত ইনিংসে ৩১৪ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন অভিষেক। নিজের ওপেনিং পার্টনার শুভমনকে নিয়ে কথা বলতে গিয়ে বাঁহাতি তরুণ বলছেন, ''ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলে আসছি। একসঙ্গে ২০১৮ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছিলাম। গিল খুব পরিণত ক্রিকেট খেলে। একটা দুটো বাউন্ডারির পর সিঙ্গলস নিয়ে খেলার চেষ্টা করে। স্ট্রাইক রোটেট করে সবসময়। আমিও ওর থেকে এগুলো রপ্ত করার চেষ্টা করছি প্রতিদিন।''
এদিকে, ছেলের সাফল্যে বেজায় খুশি রাজকুমার শর্মা। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার বলছেন, ''আমাদের পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা সবাই ওঁর জন্য গর্বিত। অভিষেক এশিয়া কাপের টুর্নামেন্ট সেরার খেতাব জিতেছে। এটা ওর কেরিয়ারের জন্য বিরাট একটা প্রাপ্তি।''
সূত্রের খবর, অভিষেক শর্মাকে বিসিসিআই ভাবছে এবার ওয়ান ডে সিরিজের জন্যও। তাই অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে ঢুকে পড়তে পারেন এই তরুণ। রোহিত শর্মা, বিরাট কোহলি যদিও এখনও ওয়ান ডে খেলছেন। তবুও ভবিষ্যতের কথা ভেবে দলে রাখা হতে পারে অভিষেককে।