দুবাই: এশিয়া কাপ ফাইনালে হারের পর ভারতীয় দলকে নিয়ে সমালোচনায় মুখর হলেন সলমন আলি আঘা। পাকিস্তানের বিরুদ্ধে এবারের টুর্নামেন্টে তিনটি ম্য়াচেই বাজিমাত করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু খেলাকে দূরে রেখে হ্যান্ডশেক বিতর্ক ও ট্রফি না নেওয়াটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবার সেই ইস্য়ুতেই মুখ খুললেন সলমন আলি আঘা। রানার্স আপ দল হিসেবে ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছিল পাকিস্তানের অধিনায়কের হাতে। কিন্তু সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। পাকিস্তান দলও পুরস্কার বিতরণী মঞ্চে এসেছিল প্রায় ১ ঘণ্টা পর। অর্থাৎ এশিয়া কাপের ফাইনাল যেন হয়ে থাকল পরতে পরতে নাটকের মঞ্চ।
খেলার পর সাংবাদিক বৈঠকে এসে পাক অধিনায়ক জানান, ''ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এ সব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হয়ে চলা খুব খারাপ।'' রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। আরও এক বার পাকিস্তানকে বয়কট করল ভারত।
পাকিস্তানে সঙ্গে সাম্প্রতিক সময়ের যে যুদ্ধকালিন পরিস্থিতি রয়েছে, তার জন্যই ভারত যে নকভির হাত থেকে ট্রফি নেবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। ফাইনালের পর সলমনকে প্রশ্ন করা হয়েছিল এই ইস্যুতে। পাক অধিনায়ক বলেন, ''এটাই তো নিয়ম, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের হাত থেকে আপনি যদি ট্রফি না নেন, তাহলে কীভাবে ট্রফিটা পাবেন।''
এদিকে ট্রফি না নেওয়ার ইস্যুতে সূর্যকুমার যাদব বলেছেন, ''আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি। যেদিন থেকে ক্রিকেট দেখা শুরু করেছিলাম, সেদিন থেকে এমনটা আর আগে কখনও দেখিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর সেই দল ট্রফি নিচ্ছে না, এমনটা হয়নি কখনও। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই বলছে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ব্যাস, এটাই প্রাপ্তি। আর কিছু চাই না। তবে এটা পাওয়ার যোগ্য দাবিদার ছিলাম আমরা। গত ৪ সেপ্টেম্বর থেকে এখানে আছি আমরা। ভাল ম্য়াচ খেলেছি আমরা। এই জয় আমাদের প্রাপ্য ছিল।''