দুবাই: এশিয়া কাপ ফাইনালের আগে হার্দিক পাণ্ড্য, অভিষেক শর্মার চোট কিছুটা চিন্তা বাড়িয়েছে ভারতীয় শিবিরে। এবার উল্টোদিকে পাকিস্তান শিবিরেও চোট আতঙ্ক। মহম্মদ হ্যারিস চোট রয়েছে। আজ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলন সারছিল পাকিস্তান শিবির। সেই অনুশীলনের সময়ই চোট পান হ্যারিস। পাকিস্তানের জার্সিতে এশিয়া কাপের সবগুলো ম্যাচেই উইকেটের পেছনে দেখা গিয়েছে হ্য়ারিসকে।
ওয়াসিম জুনিয়র নেটে বোলিং করছিলেন। সেই সময় আচমকাই বল এসে লাগে অ্য়াবডোমেন গার্ডে। এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ফিজিওর তত্ত্বাবধানে বেশ কিছুক্ষণ রয়েছে হ্য়ারিস। পরে দেখা গেল হ্যারিসকে মাঠ থেকে বেরিয়ে যেতে।
এশিয়া কাপ ফাইনালের সব টিকিট বিক্রি
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মোট আসন সংখ্যা ২৮ হাজার। জানা গিয়েছে সব দর্শকাসনই ভর্তি থাকবে ম্য়াচের সময়। কোনও টিকিটই না কি অবিক্রিত নেই। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ১৪ সেপ্টেম্বর এই দুটো দল যখন আমনে সামনে হয়েছিল। তখন ২০০০০ দর্শকাসন ভর্তি ছিল। এরপর সুপার ফোরের ম্য়াচে সেই সংখ্যাটা আরও কমে গিয়েছে। সেদিন ১৭০০০ দর্শকাসন ভর্তি হয়েছিল। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ফলত উন্মাদনা যে একটু বেশিই হবে, তা বলাই বাহুল্য। এর আগে দুবাই ক্রিকেট অ্য়াসোসিয়েসনের কর্মকর্তারা হতশা ব্যক্ত করেছিলেন শেষ দুটো ভারত-পাক মহারণে টিকিট বিক্রি না হওয়ায়। এমনকী সুপার ফোরের সময় তো দুটো টিকিট কিনলে একটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছিল।
বিরাটকে টেক্কা দেওয়ার সুযোগ স্যামসনের সামনে
চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ইনিংসে মোট ১০৮ রান করেছেন ৩৬ গড়ে। ওমানের বিরুদ্ধে ৫৬ রানের ইনিংসটিই এই টুর্নামেন্টে স্যামসনের সর্বোচ্চ রান। তিন নম্বর পজিশনে নেমে অর্ধশতরান করেছিলেন। এছাড়া পাঁচ নম্বর পজিশনে দুবার নেমেছেন। ১৩ ও ৩৯ রান করেছেন। টি টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারতীয় উইকেটকিপার হিসেবে সর্বাধিক রান করার নজির রয়েছে পন্থের ঝুলিতে। ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে পন্থ ১৭১ রান করেছিলেন। আর ৬৪ রান করলেই পন্থকে টেক্কা দেওয়ার সুযোগ স্যামসনের সামনে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ইনিংসে ১৫৪ রান করেছিলেন। তাঁকেও টেক্কা দিতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি।